মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভোক্তা অধিকার আইনে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (২০ মার্চ) মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল সিন্দুরখাঁন বাজারে বাজার তদারকি ও অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম।
শ্রীমঙ্গল থানা পুলিশের একটি টিমের সহযোগিতায় তদারকি অভিযানে সিন্দুরখাঁন বাজারের ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম জানান, ভোক্তা আইন লঙ্ঘনের অপরাধে প্রশাসনিক ব্যবস্থায় ৩টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়। জনস্বার্থে ব্যবসায়ীদের দ্রব্যমূল্যের অযৌক্তিক বৃদ্ধি না করা, অতিরিক্ত মুনাফা থেকে বিরত থাকা ও খাদ্য পণ্যের সাথে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণ না করা জন্য অনুরোধ করা হয়।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
এলএবাংলাটাইমস/আইটিএলএস