সিলেট

বাংলাদেশ ক্রপ প্রোটেকশন অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক সাধারণ সভা

বাংলাদেশ ক্রপ প্রোটেকশন অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলের একটি রেস্তোরাঁয় এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়৷ সংগঠনটির সাবেক সভাপতি কৃষিবিদ মফিজুর রহমান আগামী দুই বছরের জন্য গোলাম মোস্তফাকে সভাপতি ও তাপস চত্রুবর্তীকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্যদের কমিটি ঘোষণা করেন৷ সংগঠনটির বাকি নির্বাচিত সদস্যরা হলেন কোষাধ্যক্ষ পরিমল চন্দ্র দাস, সদস্য মো. আবু হানিফ, এস এম ফিরোজ, কবির সরকার, মো. মোস্তাক আহমেদ, মোহাম্মদ জাহিদ হোসেন, মোহাম্মদ আরিফুল হক ও মো. আজগর আলী৷ সাধারণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী অনুকূল চন্দ্র দাস ও নাজমুল হাসান। নব-নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ বালাইনাশক শিল্পের মূল লক্ষ্য নিরাপদ শস্য সুরক্ষা সুনিশ্চিতকরণের মাধ্যমে বাংলাদেশের কৃষি উৎপাদন উত্তরোত্তর বৃদ্ধি এবং জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে বলিষ্ঠ ভূমিকা রাখার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন। সাধারণ সভা শেষে সংগঠনটির সদস্যদের নিয়ে একটি ইফতার মাহফিলের আয়োজন করা হয়৷

  এলএবাংলাটাইমস/আইটিএলএস