সিলেট

ওসমানীনগরে চাচির হাতে ভাতিজী খুন

বাবার ফুফাতো ভাইয়ের স্ত্রী আসমা বেগম বিষপান করিয়ে হত্যা করেছে কিশোরী মাছুমাকে।মৃত্যুর পূর্বে কিশোরী মাছুমা জানিয়ে গেলো এরকম ভয়ঙ্কর তথ্য। এই কিশোরী ওসমানীনগর উপজেলার ধনপুর গ্রামের আব্দুল কালামের মেয়ে ও স্থানীয় মাজার বাজার হাই স্কুলের নবম শ্রেণির ছাত্রী ছিল। নিহতের বাবা আব্দুল কালাম জানান, মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে তার মেয়ে মাছুমা পাশের বাড়ি তার ফুফাতো ভাইয়ের মৃত আব্দুল কাদিরের স্ত্রী আসমা বেগমের ঘরে যায়। তখন আসমা তার পুত্রবধূ জাহাঙ্গীরের স্ত্রী নিপা বেগমের সামনে আমার মেয়েকে শরবত পান করায়। বিষপান করানোর ঘটনাটি দেখেছেন নিপাও। বাড়িতে ফিরে তার মেয়ে সবুজ বর্ণের বমি করে অসুস্থ হয়ে পড়ে। গুরুতর অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২২ মার্চ) সকাল সাড়ে ৭টায় মাছুমা মারা যায়। মৃত্যুর আগে মাছুমা তার স্বজনদের কাছে বলে যায়, চাচি আসমার ঘরে সে বেড়াতে যায়। সেখানে তাকে শরবতের সঙ্গে বিষপান করানো হয়েছে। বাড়ি ফেরার পর মাছুমার মা মেয়েকে সবুজ বর্ণের বমি করতে দেখে জানতে চায় কি হয়েছে। তখন সে জানায় চাচির দেওয়া শরবত পান করে অসুস্থ হয়েছে। কথা বলতে পারছে না। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মাছুমা বলে যায় চাচি তাকে শরবতের সঙ্গে বিষপান করিয়েছেন। অপরদিকে, কিশোরীর বিষপানে মৃত্যুর ঘটনায় ওসমানীনগর থানায় বেতার বার্তা পাঠায় কোতোয়ালি পুলিশ। ওসমানীনগর থানা পুলিশ ঘটনাটি জানতে পেরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল হক খতিয়ে দেখতে উপ-পরিদর্শক (এসআই) নুর উদ্দিনকে দায়িত্ব দেন। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিহতের স্বজনদের থানায় আসতে বলেন। 

 এলএবাংলাটাইমস/আইটিএলএস