সিলেট

সর্বজনীন পেনশন স্কিম কমিটির সভা

হবিগঞ্জের মাধবপুরে সর্বজনীন পেনশন স্কিম কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ মার্চ) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, সর্বজনীন পেনশন স্কিম কমিটির আওতায় মাধবপুরে প্রবাসী, প্রগতি, সুরক্ষা ও সমতা প্রকল্পে আওতায় প্রবাসী, বেসরকারি চাকুরিজীবী, শ্রমজীবী, দরিদ্র মানুষকে এর অন্তর্ভুক্ত করতে সচেতন মহলের সহযোগিতা প্রয়োজন। ২০০৮ সালে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে সর্বজনীন পেনশন পদ্ধতি চালুর কথা ঘোষণা করেছিলেন দলীয় সভাপতি শেখ হাসিনা। এ প্রতিশ্রুতির আলোকে ২০২৩ সালে জাতীয় ভাবে প্রগতি, সুরক্ষা, সমতা ও প্রবাসী নামে ৪টি সর্বজনীন পেনশন স্কিম চালু করেন।

উপজেলা নির্বাহী অফিসার একেএম ফয়সালের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন মাধবপুর পৌর মেয়র হাবিবুর রহমান মানিক, সহকারী কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব, প্রাণিসম্পদ কর্মকর্তা ড. আব্দুর ছাত্তার বেগ, সমাজসেবা কর্মকর্তা মো. আশরাফ আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নূর মামুন, শিক্ষা কর্মকর্তা জাকিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আতাউল মোস্তফা সোহেল, চেয়ারম্যান ফারুক আহমেদ পারুল, চেয়ারম্যান মীর খুরশেদ আলম, উপজেলা যুবলীগ সভাপতি ফারুক পাঠান, উপজেলা প্রেসক্লাব সেক্রেটারি শংকর পাল চৌধুরী, প্রেসক্লাব সেক্রেটারি সাব্বির হাসান প্রমুখ।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস