সিলেট

ট্রেনের টিকেটসহ কালোবাজারি গ্রেপ্তার

হবিগঞ্জে বিপুল পরিমাণ ট্রেনের টিকেটসহ কালোবাজারি চক্রের ০৩ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)। বৃহস্পতিবার রাত ১০টার দিকে র‍্যাব-৯ সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল শায়েস্তাগঞ্জ ও মাধবপুর থানাধীন নোয়াপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে নিজেদের স্মার্টফোন ব্যবহার করে অবৈধ উপায়ে ক্রয় করা বিভিন্ন আন্তঃনগর ট্রেনের ভিন্ন ভিন্ন তারিখ ও সময়ের ৪৫টি অনলাইন টিকেট, ০৩টি মোবাইল এবং নগদ টাকা জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার দাউদনগর গ্রামের মৃত শেখ মকছুদ আলীর ছেলে শিপন চৌধুরী (৩১), একই উপজেলার দক্ষিণ বড়চর গ্রামের মৃত আব্দুর নুরের ছেলে আব্দুল কাইয়ুম (৫৫) ও মাধবপুর উপজেলার বুলাইয়া গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে জামাল মিয়া (৪২)। র‍্যাব-৯ জানায়, সাম্প্রতিক সময়ে হবিগঞ্জসহ দেশের বিভিন্ন রেলস্টেশনে সংঘবদ্ধ টিকেট কালোবাজারি চক্র অবৈধভাবে ট্রেনের টিকেট জনসাধারণের কাছে অধিক মূল্যে বিক্রি করে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিচ্ছে। অনলাইনে ট্রেনের টিকেট সংকটের সুযোগকে কাজে লাগিয়ে এই চক্রগুলো বেশ সক্রিয়। তারা অনলাইনে ভিন্ন ভিন্ন জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্ড ও মুঠোফোন নম্বর ব্যবহার করে টিকেট ক্রয় করে চড়া দামে সাধারণ যাত্রীদের কাছে বিক্রি করছে। এসকল কালোবাজারিদের গ্রেপ্তার র‌্যাব-৯ তার গোয়েন্দা তৎপরতা জোরদার করে। এরই ধারাবাহিকতায় র‍্যাব ট্রেনের টিকেট কালোবাজারি চক্রের ৩ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরপূর্বক আসামী ও জব্দকৃত আলামত শ্রীমঙ্গল রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে। টিকেট কালোবাজারির সাথে জড়িতদের গ্রেপ্তার লক্ষ্যে তাদের চলমান গোয়েন্দা নজরদারি এবং অভিযান অব্যাহত থাকবে বলে জানায় র‍্যাব-৯।


এলএবাংলাটাইমস/আইটিএলএস