আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিলেট এমসি কলেজে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০জন। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
জানা যায়, এমসি কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের সঞ্জয়-কামরুল গ্রুপ গত কিছুদিন ধরে নিজেদের আধিপত্য বিস্তার করে রেখেছে। ক্যাম্পাস থেকে বিতাড়িত জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান চৌধুরীর গ্রুপ রোববার থেকে ক্যাম্পাসে ঢোকার চেষ্টা চালাচ্ছে। এ অনুযায়ী সোমবার দুপুরে রায়হান চৌধুরী গ্রুপের নেতা-কর্মীরা ক্যাম্পাসে ঢুকতে চাইলে দু’গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এসময় টিলাগড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শাহপরান থানা পুলিশ ঘটনাস্থলে আসে।
জানা যায়, এমসি কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের সঞ্জয়-কামরুল গ্রুপ গত কিছুদিন ধরে নিজেদের আধিপত্য বিস্তার করে রেখেছে। ক্যাম্পাস থেকে বিতাড়িত জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান চৌধুরীর গ্রুপ রোববার থেকে ক্যাম্পাসে ঢোকার চেষ্টা চালাচ্ছে। এ অনুযায়ী সোমবার দুপুরে রায়হান চৌধুরী গ্রুপের নেতা-কর্মীরা ক্যাম্পাসে ঢুকতে চাইলে দু’গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এসময় টিলাগড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শাহপরান থানা পুলিশ ঘটনাস্থলে আসে।