সিলেটঃ সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক মো. নিজাম উদ্দিন। বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চার বছরের জন্য তাঁকে এ পদে নিয়োগ দিয়েছেন বলে বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এ এস এম কাসেম। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, নিয়োগের দিন থেকে তাঁর মেয়াদ হবে চার বছর। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল ২০১৯ সালের ৩০ ডিসেম্বর মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন হয়। ২০২০ সালের ১৮ নভেম্বর জাতীয় সংসদে ‘সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ আইন পাস হয়। ২০২২ সালের ১৪ জুন উপাচার্য হিসেবে নিয়োগ পান গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আবু নঈম শেখ। এরপর শান্তিগঞ্জে একটি ভাড়ার করা ভবনে তার নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম শুরু হয়। পৃথক একটি আদেশে অধ্যাপক মো. আবু নঈম শেখকে অব্যাহতি প্রদান করা হয়েছে। এলএবাংলাটাইমস/আইটিএলএস
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল ২০১৯ সালের ৩০ ডিসেম্বর মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন হয়। ২০২০ সালের ১৮ নভেম্বর জাতীয় সংসদে ‘সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ আইন পাস হয়। ২০২২ সালের ১৪ জুন উপাচার্য হিসেবে নিয়োগ পান গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আবু নঈম শেখ। এরপর শান্তিগঞ্জে একটি ভাড়ার করা ভবনে তার নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম শুরু হয়। পৃথক একটি আদেশে অধ্যাপক মো. আবু নঈম শেখকে অব্যাহতি প্রদান করা হয়েছে। এলএবাংলাটাইমস/আইটিএলএস