সিলেট

সিলেটে টিএমএসএস পরিচালিত ফ্রি প্রশিক্ষণের সনদ প্রদান

বাংলাদেশ ব্যাংকের সহায়তায় টিএমএসএস পরিচালিত স্কিল ফর ইমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (এসইআইপি) প্রকল্পের আওতায় গ্রাফিক্স ডিজাইন (আপ-স্কিল) ও প্রফেশনাল ফ্রিল্যান্সিং (আপ-স্কিল) কোর্সদ্বয়ের ১ম ব্যাচ এর প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়েছে। গত ০৪ জুন শনিবার সিলেট বিভাগীয় কার্যালয়ে ৩ মাস মেয়াদী দুটি কোর্সের ২৫ জন করে মোট ৫০ জন প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ শেষে সনদ প্রদান করা হয়।

সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক ও চিফ প্রজেক্ট কো-অর্ডিনেটর (এসইআইপি প্রজেক্ট ও এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রাম ডিপার্টমেন্ট) স্বপন কুমার রায়। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলার ডিডিএলজি (উপসচিব) মো: আব্দুল আহাদ, বাংলাদেশ ব্যাংকের এসইআইপি প্রকল্পের উপ-পরিচালক কামরুল ইসলাম, টিএমএসএস-এর আইসিটি ডোমেইনের পরিচালিকা নিগার সুলতানা প্রমুখ।

উল্লেখ্য, এসইআইপি প্রকল্পের আওতায় টিএমএসএস কর্তৃক পরিচালিত প্রশিক্ষণ সিলেট বিভাগে সম্পূর্ণ ফ্রিতে মোট তিনটি কোর্স পরিচালিত হয়। কোর্স গুলো হচ্ছে, গ্রাফিক্স ডিজাইন (আপ-স্কিল), প্রোফেশনাল ফ্রিল্যান্সিং (আপ-স্কিল) ও ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট।

গ্রাফিক্স ডিজাইন (আপ-স্কিল) এবং প্রোফেশনাল ফ্রিল্যান্সিং (আপ-স্কিল) কোর্স দুটি তিন মাস করে। ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট ৬ মাস, সাথে থাকা খাওয়া ফ্রি। বিজ্ঞপ্তি।