সিলেট

২৪ ঘণ্টায় সিলেটে ১৪০ মিলিমিটার বৃষ্টিপাত

গত ২৪ ঘণ্টায় দেশের ৩৪ স্থানে বৃষ্টিপাত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি ঝরেছে সিলেটে। এ সময় এই জেলায় ১৪০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।  আজ সোমবার সকালে আবহাওয়া পূর্বাভাস থেকে এ তথ্য জানা গেছে।  আবহাওয়া অফিস বলছে, গতকাল রবিবার সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত সিলেট ছাড়াও সাত্ক্ষীরায় ১০৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এ ছাড়া বগুড়ায় ২৭, পাবনার ঈশ্বরদীতে ২৬, রাজশাহী ও পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ২৪, পটুয়াখালীর খেপুপাড়ায় ২৩, বান্দরবানে ২২ এবং নীলফামারীর সৈয়দপুর, দিনাজপুর ও চুয়াডাঙ্গায় ১৮ মিলিমিটার করে বৃষ্টিপাত হয়েছে। আর বাকি স্থানগুলোকে কমবেশি বৃষ্টি ঝরেছে।  এইদিকে আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে আগামীকাল মঙ্গলবারের মধ্যে উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে এবং দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির পাশাপাশি চার বিভাগে ভারি বর্ষণ হতে পারে বলেও সংস্থাটি জানায়। 
আরেকদিকে গতকাল রবিবার সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ফেনীতে ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ২৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। 

এলএবাংলাটাইমস/আইটিএলএস