সিলেট

এবার সাদাপাথরে চুরি হল পর্যটকের প্রাইভেট গাড়ি

সিলেটে কোম্পানীগঞ্জের সাদাপাথর পর্যটন এলাকা থেকে এবার এক পর্যটকের প্রাইভেট কার চুরি হয়েছে। শনিবার পার্কিং প্লেস থেকে কারটি চুরি হয়। সাদাপাথরের পাথর চুরি হলেও এই প্রথম কোনো পর্যটকের গাড়ি চুরির ঘটনা ঘটল। পুলিশ সূত্রে জানা যায়, নরসিংদী থেকে সাদাপাথর ঘুরতে আসেন কয়েকজন যুবক। গাড়িটি রেখে তারা নৌকাযোগে সাদাপাথর ঘুরতে যান। দুপুরের পর সাদাপাথর পার্কিং প্লেসে এসে দেখেন তাদের প্রিমিও প্রাইভেট কারটি নেই। গাড়িটি চুরির পর তারা বিষয়টি থানা-পুলিশকে জানান।
গাড়িমালিক রেদওয়ান খান বলেন, ‘তাদের বাড়ি নরসিংদীতে। তার এক ভাগনে গাড়ি নিয়ে সিলেট বেড়াতে যান। সাদাপাথর ঘুরে এসে দেখেন যথাস্থনে গাড়িটি নেই। এ গাড়িটি ভাড়া দিয়ে তাদের সংসার চলে। এ ব্যপারে কোম্পানীগঞ্জ থানার ওসি শেখ রতন সমকালকে বলেন, গাড়িটি চুরি হওয়ার পর থেকেই পুলিশের টিম কাজ করছে। তদন্ত অব্যাহত রয়েছে। এলএবাংলাটাইমস/আইটিএলএস