আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সিলেট প্রেসক্লাবে এসে ক্ষমা চাইলেন সমাজ কল্যান মন্ত্রী সৈয়দ মহসিন আলী। গত ৯ আগষ্ট সিলেটে আদিবাসী দিবসে সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর বক্তব্যের প্রতিবাদে সিলেট প্রেসক্লাব সৈয়দ মহসিন আলীর সকল নিউজ বর্জন করে। আজ মঙ্গলবার সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী সিলেট প্রেসক্লাবে এসে সাংবাদিকদের সাথে মতবিনিময় করে বলেন আমার অনিচ্ছাকৃতভাবে বলা কথাগুলো থেকে যদি সাংবাদিকরা দুঃখ পেয়ে থাকেন আমি তার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।
সাংবাদিকতাকে মহান পেশা হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, এ পেশার প্রতি আমি শ্রদ্ধাশীল ছিলাম, আছি এবং থাকব। মতবিনিময় সভা শেষে প্রেসক্লাবের পক্ষ থেকে থাকে ফুলদিয়ে শুবেচ্ছা জানানো হয়। পরে সিলেট প্রেসক্লাবে সাংবাদিক আমিনুর রশিদ লাইব্রেবী পরির্দশন করেন।
সাংবাদিকতাকে মহান পেশা হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, এ পেশার প্রতি আমি শ্রদ্ধাশীল ছিলাম, আছি এবং থাকব। মতবিনিময় সভা শেষে প্রেসক্লাবের পক্ষ থেকে থাকে ফুলদিয়ে শুবেচ্ছা জানানো হয়। পরে সিলেট প্রেসক্লাবে সাংবাদিক আমিনুর রশিদ লাইব্রেবী পরির্দশন করেন।