সিলেটের ওসমানীনগর থানার গোয়ালা বাজারে দুই পক্ষ শ্রমিকের সংঘর্ষের সময় আসুস্থ্য হয়ে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান মারা গেছেন। আহত হয়েছেন অন্তত ২৫ জন।বুধবার সকাল ১১টা থেকে বিকেল ৩টায়
পর্যন্ত দফায় দফায় সংঘর্ষের সময় এ হতাহতের ঘটনা ঘটে।স্থানীয়রা জানান,গোয়ালা বাজারে অটোরিকশা স্ট্যান্ড বসানোর দাবিতে সকাল ১০টার দিকে সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধকরে অটোরিকশা শ্রমিকরা। পরে পুলিশ গিয়ে তাদের সরিয়ে দেয়। বেলা ১২টার দিকে শ্রমিকরা আবারও মহাসড়ক অবরোধ করে।তখন পুলিশ গেলে শুরু হয় সংঘর্ষ। সংঘর্ষ চলাকালে মোস্তাফিজুর রহমান অসুস্থ হয়ে পড়েন। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।চিকিৎসক বলেছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। তবে ওসমানী নগর থানার এস আই রাকিবের দাবী সংঘর্ষকারীদের পাথরের আঘাতেই ওসিরর মৃত্যু হয়েছে।আহতদের বেশ কয়েকজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণকরা হয়েছে। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।বর্তমানে ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি বিপুল সংখ্যক বিজিবিও মোতায়েন করা হয়েছে।
পর্যন্ত দফায় দফায় সংঘর্ষের সময় এ হতাহতের ঘটনা ঘটে।স্থানীয়রা জানান,গোয়ালা বাজারে অটোরিকশা স্ট্যান্ড বসানোর দাবিতে সকাল ১০টার দিকে সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধকরে অটোরিকশা শ্রমিকরা। পরে পুলিশ গিয়ে তাদের সরিয়ে দেয়। বেলা ১২টার দিকে শ্রমিকরা আবারও মহাসড়ক অবরোধ করে।তখন পুলিশ গেলে শুরু হয় সংঘর্ষ। সংঘর্ষ চলাকালে মোস্তাফিজুর রহমান অসুস্থ হয়ে পড়েন। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।চিকিৎসক বলেছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। তবে ওসমানী নগর থানার এস আই রাকিবের দাবী সংঘর্ষকারীদের পাথরের আঘাতেই ওসিরর মৃত্যু হয়েছে।আহতদের বেশ কয়েকজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণকরা হয়েছে। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।বর্তমানে ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি বিপুল সংখ্যক বিজিবিও মোতায়েন করা হয়েছে।