সিলেট

ঢাকায় ৩-৪ ও সিলেটে ৬-৭ মার্চ ‘আন্তর্জাতিক সিলেট উৎসব’

ঢাকাস্থ জালালাবাদ এসোসিয়েশনের উদ্যোগে আন্তর্জাতিক সিলেট উৎসব-২০১৭ এর আয়োজন করা হয়েছে। আগামী ৩ মার্চ ঢাকায় আনুষ্ঠানিকভাবে এ উৎসবের উদ্বোধন হবে। পরে ৬ মার্চ সিলেট অংশের উদ্বোধন হবে। সিলেট নগরীর আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে ২ দিনব্যাপী এ উৎসবে থাকবে সিলেটের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরা হবে। পাশাপাশি থাকবে প্রবাসীদের মিলনমেলাও।

শনিবার দুপুর ১২ টায় সিলেট স্টেশন ক্লাবে জালালাবাদ এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন আন্তর্জাতিক সিলেট উৎসবের আহ্বায়ক আবু হোসেন চৌধুরী।

এই উৎসবের ঢাকা ও সিলেট দু’টি অংশেরই উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি। এতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি, জাতীয় সংসদের হুইপ শাহাব উদ্দিন এবং সিলেট বিভাগের অন্যান্য সংসদ সদস্যবৃন্দ উপস্থিত থাকবেন।
লিখিত বক্তব্যে জানানো হয়, সম্মেলনের মূল প্রতিপাদ্য হচ্ছে-‘শান্তি ও সমৃদ্ধির জন্য সম্প্রীতির অভিযাত্রা।’ আগামী ৩ থেকে ৪ মার্চ ঢাকায় এবং ৬ থেকে ৭ মার্চ সিলেটে এই উৎসব অনুষ্ঠিত হবে।

উৎসবের প্রধান উপদেষ্টা অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি। প্রধান পৃষ্ঠপোষক গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স এর প্রধান উপদেষ্টা নাসির এ চৌধুরী ও প্রধান সমন্বয়কারী, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১৪ সালের ডিসেম্বর মাসে জালালাবাদ এসোসিয়েশন ও দক্ষিণ কলকাতা সিলেট এসোসিয়েশন আয়োজন করেছিল ইন্দো বাংলা সিলেট উৎসবের। ওই উৎসবে ভারত ও বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কয়েক হাজার সিলেটী অংশগ্রহণ করেন।

সংবাদ সম্মেলনে জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি সিএম তোফায়েল সামি’র ও সাধারণ সম্পাদক সৈয়দ জগলুল পাশা ছাড়াও মুক্ত আলোচনায় অংশ নেন সিলেট সিটি করেপোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট সিটি করপোরেশনের সাময়িক বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরী, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী প্রমুখ।


এলএবাংলাটাইমস/এস/এলআরটি