সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব মোঃ বদরুজ্জামান সেলিমকে গ্রেফতার করেছে পুলিশ। বর্তমানে তিনি ডিবি পুলিশের হেফাজতে আছেন বলে দলীয় সূত্র জানিয়েছে।সিলেট বিএনপির সাংগঠনিক একটি সূত্র জানিয়েছে, মহানগর বিএনপির সদস্য সচিব বদরুজ্জান সেলিমকে সোমবার সন্ধ্যা ৬টার সময় তার শেখঘাটস্থ শুশুর বাড়ী থেকে কতোয়ালী থানা পুলিশ গ্রেফতার করে।গ্রেফতার সম্পর্কে কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, মহানগর বিএনপির সদস্য সচিব মো. বদরুজ্জামান সেলিমকে পুলিশ গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে।উল্লেখ্য, সিলেট বিএনপির শীর্ষ নেতাকর্মীদের বাসায় পুলিশি তল্লাশির প্রতিবাদে বদরুজ্জামান সেলিমের একটি বিবৃতি সোমবার সিলেটের বিভিন্ন গণমাধ্যমে প্রচার হওয়ার ঘন্টা দুয়েকের মধ্যেই তিনি গ্রেফতার হলেন।
বদরুজ্জামান সেলিম সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ‘র সাবেক সহ-সভাপতি, মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। বর্তমানে তিনি সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব’র দায়িত্ব নিয়োজিত আছেন।
বদরুজ্জামান সেলিম সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ‘র সাবেক সহ-সভাপতি, মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। বর্তমানে তিনি সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব’র দায়িত্ব নিয়োজিত আছেন।