সিলেট নগরীর সুবিদবাজারে একটি মাইক্রোবাস ও একটি সিএনজি অটোরিক্সায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই আগুন দেয়ার ঘটনা ঘটে। এসময় সন্দেহভাজন হিসেবে মুন্না নামের এক যুবককে আটক করে পুলিশ।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়- সোমবার সন্ধ্যায় সাড়ে ৭টার দিকে সিলেট নগরীর সুবিদবাজারস্থ তারাদিন রেষ্টুরেন্টের পাশ্ববর্তী একটি গলি থেকে কয়েকজন যুবক মূল সড়কে এসে একটি মাইক্রোবাস (সিলেট হ-১১-০৩৩৫) ও সিএনজি অটোরিক্সায় (সিলেট থ-১২-৮৮০৬) আগুন দেয়।
মাইক্রোবাসটি বিদেশ থেকে আগত যাত্রী নিয়ে সিলেট থেকে সুনামগঞ্জ যাচ্ছিল। অন্যদিকে সিএনজি অটোরিক্সাটি আম্বরখানা দিকে যাচ্ছিল। পরে স্থানীয় লোকজনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এ ঘটনায় কেউ আহত হয়নি।
এ ব্যাপারে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গৌছুল আলম জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে মুন্না নামের এক যুবককে আটক করা হয়েছে।
মাইক্রোবাসটি বিদেশ থেকে আগত যাত্রী নিয়ে সিলেট থেকে সুনামগঞ্জ যাচ্ছিল। অন্যদিকে সিএনজি অটোরিক্সাটি আম্বরখানা দিকে যাচ্ছিল। পরে স্থানীয় লোকজনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এ ঘটনায় কেউ আহত হয়নি।
এ ব্যাপারে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গৌছুল আলম জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে মুন্না নামের এক যুবককে আটক করা হয়েছে।