বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা লাগাতার অবরোধ কর্মসূচির ২৬তম দিনে সিলেট মহানগরীতে একটি বাসে পেট্রোলবোমা ছুড়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।শনিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে নগরীর সোবহানী ঘাট পয়েন্টে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। বাসের চালক ফরিদ মিয়া জানান, সিলেট বাস টার্মিনাল থেকে ছেড়ে আসা বাসটি কানাইঘাট যাচ্ছিল। পথে নগরীর সোবহানী ঘাট পয়েন্টে পৌঁছালে ধারালো অস্ত্রধারী ছয় যুবক তাদের গতিরোধ করে। তিনি জানান, পরে তারা বাসের যাত্রীদের নামিয়ে দিয়ে পেট্রোলবোমা ছুড়ে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।