আইটি

ইউটিউবের সক্রিয় গ্রাহক প্রায় ২ কোটি

গুগল মালিকানাধীন জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবে মাসিক গড় ১৯০ কোটি সক্রিয় গ্রাহক রয়েছে। এর মধ্যে ১৮ কোটি গ্রাহক টিভি স্ক্রিনে প্রতিদিন ইউটিউব ভিডিও দেখেন।

ইউটিউবের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুসান ওয়াজিকি এই তথ্য জানিয়েছেন।

সুসান জানিয়েছেন, ইউটিউবে আগের চেয়ে লাইক কমেন্ট চ্যাট ইত্যাদি ৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তিনি আরও জানান, প্রতিষ্ঠানের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমরা আগের চেয়ে অনেক বেশি প্রশ্নের উত্তর দিতে চেয়েছি। আগের চেয়ে টুইটারে প্রায় ৬০০ শতাংশ বেশি প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে।

সম্প্রতি কনটেন্ট ক্রিয়েটরদের জন্য তৈরি ইউটিউব স্টুডিওর মাধ্যমে অনেক বেশি তথ্য জানা যায়।

ফেব্রুয়ারি মাসে অল্প কিছু ক্রিয়েটারদের নিয়ে ইউটিউবে নতুন এই ড্যাশবোর্ড পরীক্ষা শুরু করা হয়েছিল। ইতোমধ্যেই সব ইংরেজি চ্যানেলে নতুন এই ড্যাশবোর্ড তৈরি হয়ে গিয়েছে।

আগামী দুই সপ্তাহের মধ্যেই বাকি ৭৬টি ভাষার চ্যানেলেও এই ড্যাশবোর্ড চলে আসবে। প্রত্যেকদিন ৬ কোটি গ্রাহক ইউটিউব কমিউনিটি পোস্টে অংশগ্রহণ করেন।

সুসান জানিয়েছেন, এর সাথেই লাইভ স্ট্রিম এর জনপ্রিয়তা ক্রমশই বাড়ছে, গত তিন বছরে লাইভ স্ট্রিম এর সংখ্যা প্রায় দশ গুণ বৃদ্ধি পেয়েছে।

এলএবাংলাটাইমস/আইসিটি/এলআরটি