আইটি

উড়ন্ত ড্রোন ব্যবহার করে বাংলাদেশে কৃষি উন্নয়ন

পটুয়াখালীর কলাপাড়ায় আনম্যান্ড এরিয়েল ভেহিক্যালপ্রযুক্তি ব্যবহার করে কৃষি গবেষনার কাজ শুরু হয়েছে। এইপ্রথমবার বাংলাদেশে প্রতিরক্ষা মন্ত্রনালয়ের অনুমোদনক্রমে কৃষি মন্ত্রনালয় এক ফসলী জমিতে বহু ফসল উৎপাদনপ্রক্রিয়া চালু করার লক্ষ্যে, বাংলাদেশ কৃষি রিসার্সকাউন্সিল এবং বাংলাদেশ কৃষি রিসার্স ইনিস্টিটিউট এগবেষনা কার্যক্রমের উদ্যোগ নিয়েছে। একটি মানুষ বিহীনউড়ন্ত যান তিন প্রকার ক্যামেরা ব্যবহার করে মাটির গুনাগুনইমেজের মাধ্যমে সংগ্রহ করে।পরবর্তী পর্যায়ে তা স্যাটেলাইটের মাধ্যমে পর্যবেক্ষন করে।শুক্রবার সকালে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পূর্বআমিরাবাদ গ্রামে সাদা অর্ধ ডিম্বাকৃতিরযানটি আকাশে উড়তে দেখতে কৃষকসহ উৎসুখ জনতা ভিড় করেন।গবেষনা দলের সূত্রে জানা গেছে, ফসলী জমির উপরদিয়ে উড়ে যাওয়ার সময় যানটি উচ্চ ক্ষমতা সম্পন্নছবি ধারন করবে।এ দিয়ে জানা যাবে পানি, রোগ বালাই ওঅন্যান্য সমস্যাদির তথ্য। এ গবেষনার কার্যক্রম গত ৮ফেব্রুয়ারি থেকে বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলা,পটুয়াখালী সদর এবং কলাপাড়া উপজেলার নীলগঞ্জইউনিয়নের পূর্ব আমিরাবাদ গ্রামে শুরু হয়েছে।
এ পদ্ধতির মাধ্যমে দক্ষিণ এশিয়ারমধ্যে কৃষিতে বাংলাদেশই প্রথম আনম্যান্ড এরিয়ালভেহিক্যাল (ইউএভি) ও স্যাটেলাইট প্রযুক্তির ব্যবহার শুরুকরেছে। এ ধরনের কৃষি গবেষণাকে ‘স্থান সুনির্দিষ্ট ফসলব্যবস্থাপনা’ বলা হয়। আমেরিকা ও ইউরোপের বিভিন্নদেশে এ প্রযুক্তি ব্যবহার করে কৃষিকাজ করা হয়।উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আমিরাবাদ গ্রামের কৃষকসরোয়ার ব্যাপারীর ফসলী জমিতে পরীক্ষা মূলকভাবে আনম্যান্ড এরিয়েল ভেহিক্যাল পদ্ধতি ব্যবহারকরা হয়। তার ১৬ বিঘা জমির গম, ৬ বিঘা জমির ভুট্টা, ৮বিঘা জমির মুগডাল, ১ একর জমির তিল ও ৬ বিঘা জমিরবোর ধানের ছবি ওই যানটি ক্যামেরায় ধারন করে।আর্ন্তজাতিক ভুট্টা ও গম গবেষনা কেন্দ্রর গবেষক কৃষিবিদড. জিয়াউদ্দিন আহমদ সময়ের কণ্ঠস্বর কে জানান, কৃষকপর্যায় আনম্যান্ড এরিয়েল ভেহিক্যাল প্রযুক্তির সঠিকব্যবহার করে সময়মত ও পরিমানমত সার ও সেচ প্রয়োগএবং রোগ-পোকামাকরের আক্রমন দমন করতে পারলে মাঠেরফসল বিশেষ করে গম, ভুট্টা ও মুগডাল ইত্যাদির ফলনবৃদ্ধি করা সম্ভব হবে। এ ছাড়া পরবর্তী সময়ে শুধুমাত্রস্যাটেলাইটের ইমেজ দ্বারা মাঠের সমস্যা নির্নয়ের যাবতীয়সিদ্ধান্ত গ্রহন করা যাবে।