আইটি

হোয়াটস অ্যাপ ব্যবহারকারীরা সাবধান হোন !

জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপ হোয়াটস অ্যাপ
ব্যবহারকারীরা সাবধান। কারণ হোয়াটসঅ্যাপে নতুন যুক্ত হওয়া ভিডিও কলেরসুবিধাকে কাজে লাগিয়ে স্পার্ম ছড়ানো হচ্ছে।ফেক আইডি থেকে হোয়াটস অ্যাপের মাধ্যমে ভিডিওকল করে স্মর্টফোনে ম্যালওয়ারছড়িয়ে দিচ্ছে হ্যাকাররা।একই সঙ্গে হোয়াটস অ্যাপে আকর্ষণীয় করে বিভিন্নলিংক ফাঁদ হিসেবে ছড়িয়ে দেয়া হয়েছে।ব্যবহারকারীরা কিছুই না বুঝে এসব লিংকে ক্লিককরলেই ফেঁসে যাচ্ছেন। ওইসব লিংকআরেকটা লিংকে নিয়ে যায়। ওইলিংকে গেলে একটা জরিপে অংশ নিতে বলা হয়।জরিপের বিষয় জনপ্রিয় ম্যাসেজিং সাইট।জরিপে অংশনিতে গেলে বাধ্যতামূলকভাবে একটি অ্যাপ্লিকেশনডাউনলোড করতে বলা হয়। ওই অ্যাপ্লিকেশনডাউনলোড করলেই ফাঁদে পড়েন ব্যবহারকারী।কেননা, ওইঅ্যাপ্লিকেশনটা আসলে একটা শক্তিশালী ম্যালওয়ার।যদিও এখনো হোয়াটস অ্যাপ কর্তৃপক্ষ তাদের ভিডিওকলিং সুবিধার কথা অফিশিয়াললি জানায়নি।কিন্তু মাস খানেক ধরে অনেকেই হোয়াটসঅ্যাপে ভিডিও কলিং সুবিধা ব্যবহার করছেন। মূলতভিডিও কলিং সুবিধা পাওয়া যাচ্ছে হোয়াটসঅ্যাপের নতুন সংস্করণে (২.১১.৫০৮)। হোয়াটসঅ্যাপের ওয়েবসাইটেই এভার্সনটি পাওয়া যাচ্ছে।