আইটি

৩০ বিলিয়ন ডলারে স্প্রিন্ট এবং টি মোবাইল একীভূত


স্প্রিন্ট মোবাইল ব্র্যান্ডের খুচরা দোকানগুলো নতুন করে  সাজছে। এটি একীভূত হয়েছে মোবাইল জায়ান্ট টি-মোবাইলের সাথে। সোমবার  আনুষ্ঠানিকভাবে স্প্রিন্ট মোবাইল অবসর নিল। প্রায় ৩০ বিলিয়ন ডলারে এই চুক্তি হয়েছে।


টি মোবাইলের সিইও মাইক সিইভার্ট এটিকে নতুন অধ্যায় হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, আমরা এটি সম্ভব করেছি। এটি টি মোবাইলের জন্য আরেকটি ঐতিহাসিক দিন।

স্প্রিন্ট মোবাইল স্টোরগুলো নতুন করে টি মোবাইলে ব্র্যান্ডিং করা হচ্ছে। এখন থেকে টি মোবাইল ব্র্যান্ডের স্টোরগুলো স্প্রিন্ট ও টি মোবাইল উভয়ের সেবা দিবে। ওয়েবসাইটে জানানো হয়েছে, অল্পকিছু ব্যতিক্রম ছাড়া আমাদের দোকানগুলোতে স্প্রিন্ট ও টি মোবাইলের সেবা দেওয়া হবে গ্রাহকদের। 

একীভূত করার চুক্তি হিসেবে টি মোবাইল ৫জি নেটওয়ার্ক সেবা দিতে সক্ষম হবে। স্বাভাবিকের চেয়ে ৮গুণ বেশি ৫জি সেবা পাবেন গ্রাহকেরা। কোম্পানির লক্ষ্য আগামী ৬ বছরে শতকরা ৯৯ ভাগ মার্কিনির কাছে ৫জি সেবা পৌঁছানো।


এলএবাংলাটাইমস/এনএইচ