আইটি

ট্রাম্পের ভিসা নিষেধাজ্ঞার বিরুদ্ধে ফেসবুক, মাইক্রোসফট, আমাজন

ট্রাম্পের এইচ ওয়ান বি ভিসা নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করে আদালতে মামলা দায়ের করেছে মাইক্রোসফট, ফেসবুক, আমাজনসহ ৫০টিরও বেশি প্রযুক্তি সংস্থা। সোমবার ক্যালিফোর্নিয়ার একটি আদালতে সংস্থাগুলোর পক্ষ থেকে এই চ্যালেঞ্জ করে মামলা দায়ের করা হয়।


সংস্থাগুলোর পক্ষ থেকে বলা হয়, ভিসার এই নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের ব্যবসাকে ক্ষতিগ্রস্ত করবে। এই মামলায় বাদী হিসেবে যুক্তরাষ্ট্রের চেম্বার অব কমার্সসহ আরও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানও রয়েছে।  

গত জুনে ট্রাম্প প্রশাসন ঘোষণায় ২০২০ সালের শেষ পর্যন্ত সকল এইচ ওয়ান বি ও জে ওয়ান ভিসা প্রত্যাহার করে। যুক্তরাষ্ট্রের নাগরিকদের চাকরির বাজারের সুরক্ষার উদ্দেশ্যে ট্রাম্প এই সিদ্ধান্ত নেন।

এই নিষেধাজ্ঞার ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় ভারতীয় কর্মীরা। যুক্তরাষ্ট্রে ভারতীয় কর্মীদের একটি বড় অংশই প্রযুক্তিখাতে নিয়োজিত। ফলে প্রযুক্তিসংস্থাগুলোও এই সিদ্ধান্তের ফলে বিপাকে পড়ে। 

তবে ভিসা প্রত্যাহারের ফলে যুক্তরাষ্ট্রের চাকরির বাজার উলটো ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। দক্ষ কর্মীদের অন্য থেকে দেশে আনতে না পারলে কোম্পানীগুলো অন্য দেশেই তাদের অফিসগুলোতে আরও বেশি স্থানীয় কর্মী নিয়োগ দিতে পারে। সেক্ষেত্রে তা নেচিবাচক প্রভাব ফেলবে যুক্তরাষ্ট্রের চাকরির বাজারে। 

জুনে নিষেধাজ্ঞা আরোপের পর এখন পর্যন্ত এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে অনেকগুলো ফাইল আদালতে জমা দিয়েছে বিভিন্ন কোম্পানি, কিন্তু ট্রাম্প সরকারের সিদ্ধান্ত তাতে পরিবর্তিত হয়নি। তাই ফেসবুক, মাইক্রোসফটের মতো বড় প্রতিষ্ঠানের চ্যালেঞ্জও ট্রাম্পের নীতিতে কোনো পরিবর্তন আনতে পারবে কিনা তা বলা যাচ্ছে না।  







এলএ বাংলা টাইমস/এমকে