আইটি

ট্রাম্পের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে টিকটক

যুক্তরাষ্ট্রে টিকটকের ওপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে যাচ্ছে চীনভিত্তিক প্রতিষ্ঠানটি।  


ট্রাম্পের এক বিষেশ আদেশে সেপ্টেম্বর থেকে টিকটিকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্সের লেনদেন যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হতে যাচ্ছে।

টিকটক তাদের মার্কিন ব্যবহারকারীদের তথ্য চীন সরকারের কাছে পাচার করছে এমন শঙ্কার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেয় ট্রাম্প প্রশাসন।

যুক্তরাষ্ট্রে টিকটকের ৮০ মিলিয়ন ব্যবহারকারী রয়েছে। 

টিকটকের পক্ষ থেকে জানানো হয়, ট্রাম্প প্রশাসনের সঙ্গে সৌহার্দপূর্ণ মনোভাব তৈরিতে তারা এক বছরেরও বেশি সময় চেষ্টা করেছে কিন্তু ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে তারা কোনো সহযোগিতা পায়নি।

“আমাদের কোম্পানি ও ব্যবহারকারীদের প্রতি সঠিক আচরণ এবং আইনের শাসন নিশ্চিত করতে জুডিশিয়াল প্রক্রিয়ার দ্বারা এই বিশেষ আদেশকে চ্যালেঞ্জ করা ছাড়া আমাদের আর উপায় নেই,” বলেন টিকটকের মুখপাত্র। 

টিকটক আশা করছে আগামী সপ্তাহেই তারা আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া শুরু করবে। 





এলএ বাংলা টাইমস/এমকে