আইটি

এক হচ্ছে ইনস্টাগ্রাম ও মেসেঞ্জার

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মালিকানাধীন মেসেঞ্জার ও ইনস্টাগ্রামের ডিরেক্ট মেসেজিং একীভূত করার প্রক্রিয়া শুরু করেছে প্রতিষ্ঠানটি।

এ প্রক্রিয়ার ফলে এক প্ল্যাটফর্ম থেকেই দুটি আলাদা প্ল্যাটফর্মের বন্ধুদের সঙ্গে বার্তা আদান-প্রদান, অডিও বা ভিডিও কল করতে পারবেন গ্রাহক। এ ক্ষেত্রে গ্রাহকের ডিভাইসে দুটি অ্যাপই ইনস্টল থাকার কোনো বাধ্যবাধকতা থাকবে না।

সেই সঙ্গে ইনস্টাগ্রামের ইনবক্সে মেসেঞ্জারের অনেক সুবিধা যোগ হচ্ছে আগামী দিনে। একটি দীর্ঘ ব্লগে এমনটাই জানিয়েছেন ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মসেরি এবং মেসেঞ্জারের প্রধান স্ট্যান শাডনোভস্কি।

ফেসবুক জানিয়েছে, ইনস্টাগ্রাম ব্যবহারকারীর ফেসবুক অ্যাকাউন্ট না থাকলেও এ সুবিধা ব্যবহার করতে পারবেন। আবার চাইলে পরিষেবাটি বন্ধ করে রাখা যাবে।

‘এর উদ্দেশ্য হচ্ছে আমরা যা একবার করেছি তা অন্য অ্যাপেও কাজে লাগানো, তাই আমাদের একই কাজ বারবার করা লাগবে না,’- বলেন মেসেঞ্জারপ্রধান স্ট্যান শাডনোভস্কি। ইতোমধ্যে অল্প কিছু দেশে এ আপডেট উন্মুক্ত করার কথা রয়েছে, তবে দেশগুলোর নাম এখনও জানায়নি ফেসবুক। শিগগিরই বিশ্বব্যাপী অ্যাপটি আনবে সোশ্যাল মিডিয়া জায়ান্ট প্রতিষ্ঠানটি।

এলএবাংলাটাইমস/এলআরটি/আইসিটি