আইটি

অ্যাপলের ফিচারে ফেসবুকের আপত্তি: নিষ্পত্তি হতে পারে আদালতে

অ্যাপল তাদের নতুন ভার্সন আইওএস১৪ তে নতুন ফিচার যুক্ত করছে। নতুন এই ফিচারটির নাম হলো এপ ট্র‍্যাকিং ট্রান্সপারেন্সি। তবে নতুন এই ফিচারটি নিয়ে অ্যাপলের উপর ক্ষুব্ধ হয়েছে ফেসবুক, এমনটা শোনা যাচ্ছে টেক জগতে। নতুন এই ফিচারের কারণে ফেসবুক অ্যাপলের সাথে আইনী লড়ায়েও নামতে পারে। অ্যাপলের বিরুদ্ধে এন্টি-ট্রাস্ট ল' এর আশ্রয় নিতে পারে ফেসবুক। কিন্তু কেনো? তা জানতে আগে বুঝতে হবে কী আছে অ্যাপলের এপ ট্র‍্যাকিং ট্রান্সপারেন্সি ফিচারে। এই ফিচারের মাধ্যমে মূলত অন্যান্য এপের কার্যক্রম মনিটরিং করার সক্ষমতা থাকবে ব্যবহারকারীদের। মূলত অনেক এপসই ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য না নিয়েও বিভিন্ন রকম এডভার্টাইজের জন্য অনেক তথ্য নিয়ে থাকে। এছাড়া ব্যবহারকারীর বিভিন্নস্থানে ওয়েব বিচরণকেও ট্র‍্যাক করা হয়। তবে অ্যাপলের এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারী অন্য এপের উপর নিয়ন্ত্রণ রাখতে পারবে। যে সব এপ ট্র‍্যাকিং করবে, তাদের বিষয়ে নোটিফিকেশন চলে আসবে। ব্যবহারকারী চাইলে ফিচারের মাধ্যমে বাই-ডিফল্ট ট্র‍্যাকিং সিস্টেম অফ করে রাখবে বা সুবিধামতো চালু করতে পারবে। কিন্তু এতে ফেসবুকের কোন স্বার্থ নষ্ট হচ্ছে? ফেসবুকের আয়ের সবচেয়ে বড় একটা অংশ আসে এডভার্টাইজিং থেকে। ব্যবহারকারীর ওয়েব সার্ফিং থেকে মূলত তাদের উপর টার্গেটেড এড প্রচারণা করে থাকে ফেসবুক। যদি অ্যাপল এপ ট্র‍্যাকিং ট্রান্সপারেন্সি ফিচার যুক্ত করে, তবে ফেসবুকের আয় প্রায় অর্ধেক কমে যেতে পারে। এই বিষয়টি মেনে না নিয়ে অ্যাপলের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে ফেসবুক। মামলার অভিযোগপত্রে বলা হবে, অ্যাপল নিজেদের এডভার্টাইজ প্রচারের জন্য এই ফিচার যুক্ত করবে। মূলত এই বিষয়টি নিয়েই দুই টেক জায়ান্টের দ্বন্দ নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে। তবে এটি এখন পর্যন্ত ব্যবহারকারীর মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াবে না। শেষ পর্যন্ত নতুন ফিচারটি অ্যাপলযুক্ত করে কী না, এটিই দেখার বিষয়। এলএবাংলাটাইমস/ওএম