আইটি

বিটকয়েন দিয়ে কেনা যাবে টেসলার বৈদ্যুতিক গাড়ি

বৈদ্যুতিক চালিত টেসলার গাড়ি এবার কেনা যাবে ক্রিপ্টোকারন্সি বিটকয়েনের মাধ্যমে। বুধবার (২৪ মার্চ) টেসলার প্রধান ইলন মাস্ক জানান, ‘টেসলা ইনকোর্পোরেশনের গ্রাহকেরা টেসলার গাড়ির মূল্য বিটকয়েনে পরিশোধ করতে পারবে’। টুইটার পোস্টে ইলন মাস্ক আরো জানান, আপাতত যুক্তরাষ্ট্রের বাসিন্দারাই এই সুবিধা পাচ্ছেন। আগামী দুই বছরের মধ্যে অন্যান্য দেশেও বিটকয়েনের মাধ্যমে টেসলা গাড়ি কেনার সুযোগ তৈরি হবে। কিছুদিন আগে ইলন মাস্ক ১ দশমিক ৫ বিলিয়ন ডলার সমমূল্যের বিটকয়েন কিনেছেন। এরপরই জানিয়েছিলেন, শীঘ্রই বিটকয়েনের মাধ্যমে লেনদেন শুরু করবে প্রতিষ্ঠানটি। এরই প্রেক্ষিতে লেনদেনের ক্ষেত্রে নতুন এক দ্বার উন্মোচিত করলেন ইলন মাস্ক। বর্তমানে একটি বিটকয়েনের মূল্য রয়েছে ৬২ হাজার ডলার। বানিজ্যিকভাবে ইলন মাস্কের বিটকয়েক ব্যবহারের ঘোষণার পরই এর মূল্য প্রায় ৪ শতাংশ বেড়েছে। এর আগে একটি বিটকয়েনের মূল্য ছিলো ৫৬ হাজার ৪২৯ ডলার। ইলন মাস্ক জানান, বিটকয়েনের মাধ্যমে টেসলা গাড়ির দাম পরিশোধের পর সেটিকে প্রচলিত মুদ্রায় রূপান্তর করা হবে না, বরং বিটকয়েন হিসেবেই সেটিকে রাখা হবে। বিটকয়েনের মাধ্যমে কিভাবে মূল্য পরিশোধ করা যাবে, সেই বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ইলন মাস্ক। শুধু জানিয়েছেন, ‘অভ্যন্তরীণ ও ওপেন সোর্স একটি সফটওয়্যার লেনদেনের ক্ষেত্রে ব্যবহার করা হবে’। তবে মাইক্রোসফট ইনকর্পোরেশন ও এটিএন্ডটি ইনকর্পোরেশনের মতো প্রতিষ্ঠান, যারা বিটকয়েনের মাধ্যমে লেনদেন করে থাকে, তারা সাধারণত বিটকয়েনের সমপরিমাণ অর্থ ডলারে রূপান্তরিত করার পর গ্রহণ করে থাকে। অন্যান্য ক্রিপ্টোকারেন্সির মতো বিটকয়েনও যুক্তরাষ্ট্রে লেনদেনের ক্ষেত্রে খুব একটা প্রচলিত নয়। এটির মূল্য অস্থিতিশীল হওয়ায় এবং ব্যববহুলতা ও লেনদেনে ধীরগতির কারণে এটি এখনো তেমনভাবে ব্যবহার হচ্ছে না দেশটিতে।    ইলন মাস্ক বেশ কিছুদিন ধরেই বিটকয়েন বিষয়ে আগ্রহ দেখিয়ে আসছেন। তিনি উবার ও অন্যান্য প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানগুলোকেও বিটকয়েনের মাধ্যমে লেনদেন করতে আহবান জানিয়েছেন। কিছুদিন আগে টুইটারে মাস্ক লিখেছেন, ‘যারা বিটকয়েনের মাধ্যমে লেনদেনে আগ্রহ প্রকাশ করছে না, তারা পিছিয়ে পড়বে’। ইতোমধ্যে উবার ও জেনারেল মোটরস কোং এর মতো প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, তারা বিটকয়েনের মাধ্যমে পেমেন্ট গ্রহণের বিষয়টি বিবেচনায় রেখেছে। মাস্টারকার্ড ইনকর্পোরেশন ও ব্যাংক অব নিউ ইয়র্ক মেলন কর্পোরেশন জানিয়েছে, খুব শীঘ্রই বিটকয়েনের মাধ্যমে লেনদেন একটি প্রচলিত ব্যবস্থা হয়ে যেতে পারে। এলএবাংলাটাইমস/ওএম