আইটি

৫৩ কোটি ৩৩ লাখ ফেইসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ফাঁস

বাংলাদেশসহ ১০৬ দেশের ৫৩ কোটি ৩০ লাখ ফেইসবুক ব্যবহারকারীর ফোন নম্বর ও ব্যক্তিগত তথ্য অনলাইনে ফাঁস হয়েছে। শনিবার (৩ মার্চ) সাইবার ক্রাইম গোয়েন্দা সংস্থা হ্যাডসন রকের চিফ টেকনোলজি অফিসার অ্যালন গাল এই তথ্য নিশ্চিত করেছেন।   তিনি বলেন, ফেইসবুক ব্যবহারকারীর ফোন নাম্বারসহ অন্যান্য ডাটা ফাঁস করেছে যেগুলো অনলাইনে বিনামূল্যে বিক্রি করা হচ্ছে। গালের দাবি ডাটাবেসটির প্রকাশিত ফোন নাম্বার গুলি একই সেটের বলে ধারণা করা হচ্ছে। প্রকাশিত ডেটাগুলি ব্যবহার করে যে কেউ যে কারো ফেইসবুক একাউন্টে প্রবেশ করতে পারবে। এ ধরনের তথ্য ফাঁস ফেইসবুকের ব্যবসার জন্য হুমকী স্বরুপ। এদিকে ফেইসবুক এক বিবৃতিতে জানিয়েছে, প্রকাশিত তথ্যগুলি ২০১৯ সালের পুরোনো। সে সময় প্রতিষ্ঠানটির একটি ত্রুটিগত কারণ বলে উল্লেখ করেন। তবে এ ধরনের তথ্য একবার ফেইসবুকের নেটওয়ার্ক থেকে হারিয়ে গেলে তা নিয়ন্ত্রন করার তেমন কোন ক্ষমতা সংস্থাটির নেই বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। গাল ফেসবুক ব্যবহার কারীদের 'সোশ্যাল ইঞ্জিনিয়ারিং আক্রমণ' সম্পর্কে আরো সচেতন হওয়া উচিৎ বলে সতর্ক করেছেন। ভবিষ্যতে হ্যাকাররা আরো ব্যবহারকারীদের তথ্য ও ডাটা ফাঁস করতে পারে বলে আশঙ্কা করছেন গাল। এলএবাংলাটাইমস/ওএম