আইটি

ইন্টারনেট ছাড়াই ব্যবহার করা যাবে গুগল ম্যাপ

গুগল ম্যাপস ব্যবহারের জন্য প্রয়োজন একটি অ্যাকটিভ ইন্টারনেট কানেকশন। যদিও অফলাইনে ম্যাপ সেভ করেও ইন্টারনেট কানেকশন ছাড়াই গুগল ম্যাপস ব্যবহার করা সম্ভব। একবার অফলাইন ম্যাপ ডাউনলোড করলে ইন্টারনেট কানেকশন ছাড়াই সার্চ করে ডিরেকশন পাওয়া সম্ভব।

ম্যাপ ডাউনলোড করে মোবাইল ডেটা ছাড়াই তা ব্যবহার করা সম্ভব। ফোন স্টোরেজ অথবা এসডি কার্ডে ম্যাপ সেভ করা যাবে।

অফলাইন ব্যবহারের জন্য ম্যাপ ডাউনলোড করবেন কীভাবে?

অ্যানড্রয়েড ডিভাইসে গুগল ম্যাপস ওপেন করুন।

এবার যেখানে যাবেন সেই জায়গা পছন্দ করুন এবার ডিরেকশন সিলেক্ট করুন। এবার ট্রানসিটের মোড সিলেক্ট করুন।

এবার নিচে সাদা বারে ট্যাপ করুন।

এবার সেভ অফলাইন সিলেক্ট করুন।

গুগল ম্যাপস একটি অ্যানড্রয়েড অ্যাপ, কম্পিউটার থেকে ব্যবহার করে সম্ভব নয়।

কম্পিউটারে গুগল আর্থ ব্যবহার করবেন কীভাবে?

কম্পিউটারে উইন্ডোজ বাটনে ক্লিক করুন।

এবার গুগল আর্থ সার্চ করুন।

রাইট ক্লিক করুন ও ফাইন্ড প্রপার্টিজ সিলেক্ট করুন।

এর পরে শর্টকাট সিলেক্ট করুন।

এবার ওপেন ফাইল লোকেশন সিলেক্ট করুন।

এবার আপনাকে একটি ইএক্সই ফাইল দেখানো হবে।

এই ফাইলের উপরে রাইট ক্লিক করুন

এবার ক্রিয়েট শর্টকার্ট অপশন সিলেক্ট করুন।   এলএবাংলাটাইমস/এলআরটি/আইটি

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]