আইটি

এবার বাজারে আসছে 'টেসলা বার্গার'!

বিদ্যুতচালিত গাড়ি তৈরির জন্য বিখ্যাত টেসলা এবার বাজারে নিয়ে আসছে নতুন পণ্য। তবে এটি নতুন মডেলের কোনো গাড়ি নয়। টেসলার নতুন চমক হতে যাচ্ছে 'টেসলা বার্গার'। ইউএস প্যাটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিস সূত্র মতে, টেসলার নির্বাহী প্রধান ইলন মাস্ক এবার রেস্টুরেন্ট ব্যবসায় নামছেন। সম্প্রতি রেস্টুরেন্ট ব্যবসার জন্য ইউএস প্যাটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিস বরাবর আবেদন করেছেন ইলন মাস্ক। ২৭ মে'র আবেদনের প্রেক্ষিতে জানা গেছে, প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি রেস্টুরেন্ট সার্ভসেস, পপ আপ রেস্টুরেন্ট সার্ভিসেস, সেলফ সার্ভিস রেস্টুরেন্ট সার্ভিস ও টেক-আউট রেস্টুরেন্ট সার্ভিস চালু করতে চাইছে। আগামী তিন মাসের মধ্যে একজন অ্যাটর্নি এই আবেদন যাচাই-বাছাই করে সিদ্ধান্ত জানাবেন। প্রাথমিকভাবে জানা গেছে, আবেদনের সাথে টেসলা রেস্টুরেন্টের জন্য লগোতে T অক্ষরটি ব্যবহার করে। বিভিন্ন সুপারচার্জার লোকেশনে এই রেস্টুরেন্টগুলো সূচনা হতে পারে। লস এঞ্জেলেস, স্যান্টা মনিকার মতো আধুনিক শহরে রেস্টুরেন্ট ব্যবসা শুরু করার ইঙ্গিত দিয়ে রেখেন ইলন মাস্ক। এলএবাংলাটাইমস/ওএম