আইটি

ইলেকট্রনিক বর্জ্য দিয়ে ৭ বিশ্বনেতার ভাস্কর্য যুক্তরাজ্যে

যুক্তরাজ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবছরের জি-৭ সম্মেলন। এই সম্মেলনকে সামনে রেখে দেশটির কর্নওয়ালে ইলেকট্রনিক বর্জ্য দিয়ে সাত বিশ্বনেতার ভাস্কর্য তৈরি করেছেন জো রাশ নামে এক ভাস্কর। বুধবার (৯ জুন) এ খবর দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। জাতিসংঘের এক রিপোর্ট অনুযায়ী, শুধু ২০১৯ সালে মোট বৈশ্বিক ইলেকট্রনিক বর্জ্য উৎপন্ন হয়েছিল পাঁচ কোটি ৩০ লাখ টনের বেশি।

ভাস্কর্যের এই সাত নেতাই সম্মেলনে অংশ নেবেন। এরা হলেন- যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন, জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, ইতালির প্রধানমন্ত্রী মারিও ড্রাগি, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

প্রতিবেদনে বলা হয়, এই ভাস্কর্যের নামকরণ করা হয়েছে মাউন্ট রিসাইকেলমোর। ইলেক্ট্রনিক ডিভাইসগুলির পরিত্যাক্ত হওয়ার পর এই বর্জ্যের ক্ষয়ক্ষতি তুলে ধরতেই এই ভাস্কর্য বানানো হয়েছে। ভাস্কর জো বলেন, ইলেকট্রনিক জিনিস মেরামতযোগ্য অথবা দীর্ঘদিন টিকে থাকার উপযোগী করে বানানো উচিত। কারণ এখন এগুলো ময়লার ভাগাড়েই যাচ্ছে।