আইটি

মামলা জিতে এক ট্রিলিয়নি ক্লাবে ফেসবুক

যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারকদের দায়ের করা এন্টি-ট্রাস্ট মামলা জিতেছে ফেসবুক। এই ঘোষণার পরে শেয়ার মার্কেটে দাম বেড়ে এই প্রথমবার ১ ট্রিলিয়ন ডলার মূল্য উঠল ফেসবুকের। ফেসবুকের বিরুদ্ধে ফেডারেল ট্রেড কমিশন এবং বিভিন্ন রাজ্যের সম্মিলিত একটি কমিশনের দুইটি মামলা খারিজ করে দেন ফেডারেল আদালত। এর পরপরই ফেসবুকের শেয়ারের দাম ৪ দশমিক ২ শতাংশ বেড়ে ১ ট্রিলিয়ন ডলারের ক্লাবে ঢুকে গেলো ফেসবুক। এর আগে চারটি বড় প্রতিষ্ঠান এক ট্রিলিয়ন ডলার মূল্যমানের মাইলফলক ছুঁয়েছে। ফেসবুকের বিরুদ্ধে প্রতিযোগীদের দমিয়ে রাখার দায়ে মামলা করা হয়। বিচারক জেমস বোসবার্গ রায়ে বলেন, 'ফেসবুকের বিরুদ্ধে ফেডারেল ট্রেড কমিশনের দায়ের করা মামলাটি অস্পষ্ট'। এছাড়া ৪৬টি রাজ্যের কোয়ালিশন মারফত মামলায় যে অভিযোগ আনা হয়েছে, তা অনেক আগের বলে সেটিও বাতিল করে দেন বিচারক। এলএবাংলাটাইমস/ওএম