আইটি

আইফোনে সংরক্ষিত ড্রাইভার লাইসেন্স ও স্টেট আইডি গ্রহণ করবে আট রাজ্য

যুক্তরাষ্ট্রের আটটি রাজ্য অ্যাপলের আইফোনে সংরক্ষণ করে রাখা ড্রাইভার লাইসেন্স ও অন্যান্য স্টেট আইডি গ্রহণ করবে। সম্প্রতি অ্যাপল এই তথ্য নিশ্চিত করেছে। আইফোনে সংরক্ষণ করে রাখা এসব আইডি এসব রাজ্যে বৈধ বলে গণ্য করা হবে। চলতি বছরের জুনে প্রথম অ্যাপল এই ফিচারটি নিয়ে প্রচারণা শুরু করে। ওয়ালেট অ্যাপের মাধ্যমে অ্যাপল ব্যবহারকারীরা তাদের আইডি সংরক্ষণ করতে পারবে। তবে কেউ কেউ এটির বিরোধীতা করেছেন। পুলিশ ও নিরাপত্তা বাহিনীর কাছে স্মার্টফোন যাচাই করতে দিয়ে তাদের প্রাইভেসি নষ্ট হবে বলে মনে করছেন তারা। অ্যাপল জানায়, এয়ারপোর্ট সিকিউরিটি সিস্টেমের ক্ষেত্রে ব্যবহারকারীদের তাদের ফোন আনলক কিংবা হস্তান্তর করার প্রয়োজন পরবে না। তবে পুলিশ কোনো চালককে থামিয়ে লাইসেন্স দেখার ক্ষেত্রে এই প্রযুক্তি কীভাবে কাজ করবে, সেটি এখনো পরিষ্কার নয়। অ্যারিজোনা এবং জর্জিয়া প্রথম এই প্রযুক্তি ব্যবহার শুরু করছে। এরপর কনেক্টিকাট, আইওয়া, কেন্টাকি, ম্যারিল্যান্ড, অকলাহোমা এবং ইউটাহ এর ব্যবহার শুরু করবে। অ্যাপল জানায়, সর্বপ্রথম ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন (টিএসএ) এয়ারপোর্টের সিকিউরিটি চ্যাকপয়েন্টে এটি ব্যবহার করা হবে। আমেরিকায় সাধারণত আভ্যন্তরীণ ভ্রমণের জন্য পাসপোর্ট প্রয়োজন হয় না। শুধুমাত্র স্টেট আইডি দিয়েই বাসিন্দারা ভ্রমণ করতে পারেন। যেসব এয়ারপোর্টে এই প্রযুক্তি ব্যবহার করা হবে, সেসব স্থানে আইডেন্টিটি রিডারে ফোন স্ক্যান করে এর ফেস আইডি বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সিকিউরিটি চ্যাক করা হবে। অ্যাপল জানায়, ব্যবহারকারীদের তাদের স্মার্টফোন আনলক করতে হবে না, দেখাতে হবে না কিংবা অন্য কারো হাতে দিতেও হবে না'। টিএসএ অ্যাডমিনিস্ট্রেটর ডেভিড পেকোস্কে বলেন, 'নতুন এই প্রযুক্তির মাধ্যমে আরো দ্রুত ও নির্ভূলভাবে স্ক্রিনিং করা সম্ভব হবে'। এলএবাংলাটাইমস/ওএম