আইটি

ছয় ঘণ্টা বন্ধ ছিল ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম: লোকসান ৬০০ কোটি ডলার

প্রায় ছয় ঘণ্টা বন্ধ থাকার পর আবার স্বাভাবিক কার্যক্রমে ফিরে এসেছে সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইন্সটাগ্রাম। ফেসবুক কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।   এদিকে মাত্র কয়েক ঘণ্টা ফেসবুক বন্ধ থাকায় প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গের ব্যক্তিগত সম্পদের পরিমাণ এক ধাক্কায় ৬০০ কোটি ডলারের বেশি কমে গেছে। প্রতিষ্ঠানটি জানায়, একটি ত্রুটিযুক্ত কনফিগারেশন পরিবর্তনের কারণে এই বিভ্রাট দেখা দেয়। ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম তিনটি একই প্রতিষ্ঠানের মালিকানাধীন। এই তিনটি সার্ভিসের ওয়েব এবং স্মার্টফোট অ্যাপ- সবই বিভ্রাটের কবলে পরে। ডাউনডিটেক্টরের প্রদত্ত তথ্যমতে, এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় বিভ্রাট। বিশ্বের ১০ দশমিক ৬ মিলিয়ন বাসিন্দা এর কবলে পরেছে। তিনটি সার্ভিসই স্থানীয় সময় ৪টায় বিভ্রাটের কবলে পরে। এর পর থেকেই ব্যবহারকারীরা কোনো সাইটে প্রবেশ করতে পারেনি। পরে ১০টার দিকে এটির সুরাহা হয়৷ মঙ্গলবার (৫ অক্টোবর) এক বিবৃতিতে ফেসবুক জানায়, একটি ত্রুটিযুক্ত কনফিগারেশন পরিবর্তনের কারণে এর আভ্যন্তরীণ টুলস এবং সিস্টেমে জটিলতার সৃষ্টি হয়। তবে বিভ্রাটের ফলে গ্রাহকদকের কোনো তথ্য বেহাত হয়ে যায়নি বলে বিবৃতিতে জানায় কর্তৃপক্ষ। এর আগে ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ এই বিভ্রাটের কারণে গ্রাহকদের কাছে ক্ষমা চেয়েছেন। এলএবাংলাটাইমস/ওএম