আইটি

ক্যালিফোর্নিয়া থেকে সরে যাচ্ছে টেসলার সদর দপ্তর

সিলিকন ভ্যালি থেকে নিজেদের সদর দপ্তর সরিয়ে নিচ্ছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। বৃহস্পতিবারে (৭ অক্টোবর) শেয়ার হোল্ডারদের সাথে এক বৈঠকে এটি জানান কোম্পানিটির সিইও ইলন মাস্ক। কোম্পানিটির নতুন সদর দপ্তর টেক্সাস রাজ্যের অস্টিনে হবে জানিয়েছেন মাস্ক। মাস্ক বলেন, ‘বে এরিয়াতে আপনি একটি নির্দিষ্ট আকারের বাইরে যেয়ে কোনকিছু প্রস্তুত করতে পারবেন না।‘ পাশাপাশি ক্যালিফোর্নিয়ার উচ্চ বাড়ি ভাঁড়া ও জীবনযাত্রার খরচকে দায়ী করেন তিনি। তিনি জানান, টেক্সাসের নতুন কার্যালয়টি অস্টিন শহরের কেন্দ্রবিন্দুতে হবে। যার ফলে কর্মকর্তা ও কর্মচারীদের যাতায়াতের খরচ কিছুটা হলেও কমবে। মহামারীর শুরুর থেকেই ক্যালিফোর্নিয়া রাজ্য প্রশাসনের সাথে মাস্কের মন কষাকষি চলছিলো। কঠোর লকডাউনের সিদ্ধান্তকে মাস্ক অমূলক ও ব্যবসায়ের জন্য ক্ষতিকর হিসেবে চিহ্নিত করেছিলেন। পাশাপাশি ক্যালিফোর্নিয়ার উচ্চ করের হারও ব্যবসার জন্য ক্ষতিকারক হিসেবে চিহ্নিত করেছিলেন তিনি। ২০২০ সালের ডিসেম্বরে মাস্ক নিজেই টেক্সাসে স্থানান্তরিত হন। স্পেসএক্সের কাছে থেকে কাজ করবার উদ্দেশ্যেই এই পদক্ষেপ নিয়েছিলেন বলে তিনি জানান। টেসলার পূর্বেই ওরাকল, টয়োটা মটরস ও এইচপি তাদের সদর দপ্তর ক্যালিফোর্নিয়া থেকে টেক্সাসে স্থানান্তরিত করেছে। মূলত ক্যালিফোর্নিয়ার কর্মী আইন ও উচ্চ করকেই অনেক প্রতিষ্ঠান ক্ষতিকর ও অমূলক হিসেবে দেখে থাকে। সস্তায় কর্মী ও কম কর থাকায় টেক্সাস তাই তাদের প্রথম পছন্দে পরিণত হচ্ছে। এলএবাংলাটাইমস/এমডব্লিউ