আইটি

অ্যাপলকে হটিয়ে বিশ্বের সবচেয়ে দামী কোম্পানি এখন মাইক্রোসফট

শুক্রবার (২৯ অক্টোবর) অ্যাপলের কাছ থেকে সবচেয়ে দামী কোম্পানির খেতাবটি ছিনিয়ে নিয়েছে টেক জায়ান্ট মাইক্রোসফট। চর্তুথ কোয়াটার রেভিনিউতে এপেলের মূল্য ১ দশমিক ৮ শতাংশ হ্রাস পেয়ে ২ দশমিক ৪৬ ট্রিলিয়ান ডলারে দাঁড়িয়েছে। অপরদিকে মাইক্রোসফটের মূল্য ২ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়ে ২ দশমিক ৪৯ ট্রিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। ইউএস গ্লোবাল ইনভেস্টারের প্রধান মাইকেল মাটেওসেক বলেন, ‘প্রযুক্তি খাতে বিনিয়োগ নিরাপত্তা চাইলে, মাইক্রোসফটে বিনিয়োগ করুন। অর্থনৈতিক মন্দায় মাইক্রোসফট সর্বদা ভালো করে। কারণ, মাইক্রোসফটের ব্যবসা বিভিন্ন খাতে বিভক্ত।‘ এর পূর্বে ২০২০ সালেও মাইক্রোসফট এপেলকে হারিয়ে সবচেয়ে দামি কোম্পানিতে পরিণত হয়েছিলো। জুন মাসে, মাইক্রোসফট  দ্বিতীয় মার্কিন পাবলিক কোম্পানি হিসাবে  ২ ট্রিলিয়ন ডলারের বাজার মূল্য অর্জন করে। এর শেয়ারগুলি ইতোমধ্যে এপেল ও এমাজনের শেয়ারকে ছাড়িয়ে গেছে। আশা করা হচ্ছে, এর শেয়ারগুলো দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি প্রদান করবে। মাইক্রোসফট ৪৯ শতাংশ বৃদ্ধি পেলেও এপেল ১৩ শতাংশ ও এমাজন মাত্র ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। মাটেওসেক বলেন, ‘শক্তির সাথে শক্তি দিয়েই লড়াই করতে হবে। এরকম বাজার দেখার আনন্দ অন্যরকম। ৯০ এর দশকে মাইক্রোসফট একটি রকস্টারের মত ছিলো। এখন সেটি পুনরায় তাঁর ছন্দ ফিরে পেয়েছে।‘ এলএবাংলাটাইমস/এমডব্লিউ