আইটি

আসছে মার্শম্যালো নতুন অ্যান্ড্রয়েড

অ্যান্ড্রয়েডের আগের সবগুলো সংস্করণের ধারাবাহিকতায় নতুন অ্যান্ড্রয়েডের নামও রাখা হয়েছে খাবার দিয়েই। এতদিন পর্যন্ত অ্যান্ড্রয়েড এম কোডনামে রাখা হলেও অ্যান্ড্রয়েড ডেভেলপারদের এক ব্লগে গুগলের একজন কর্মকর্তা নতুন অ্যান্ড্রয়েডের ‘মার্শম্যালো’ নামটি জানিয়ে দেন। তাছাড়া মাউন্টেন ভিউয়ে গুগল অফিসে অ্যান্ড্রয়েডের একটি ভাস্কর্যেও অ্যান্ড্রয়েডের হাতে মার্শম্যালোকে দেখা গেছে। মার্শম্যালো হলো চিনি দিয়ে তৈরি এক ধরনের ক্যান্ডি। তথ্য সুরক্ষা আর ব্যাটারি ব্যাকআপে মনোযোগী নতুন অ্যান্ড্রয়েডের নাম হিসেবে তাই মার্শম্যালোকে গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের আগের কয়েকটি সংস্করণের নামগুলো হলো—ললিপপ (অ্যান্ড্রয়েড ৫.০), কিটক্যাট (অ্যান্ড্রয়েড ৪.৪), জেলিবিন (অ্যান্ড্রয়েড ৪.১) এবং আইসক্রিম স্যান্ডউইচ (অ্যান্ড্রয়েড ৪.০)।