আইটি

ক্যালিফোর্নিয়া থেকে সরে গেলো টেসলার সদর দপ্তর

সিলিকন ভ্যালি থেকে টেক্সাসের অস্টিনে সরিয়ে নেওয়া হয়েছে টেসলার সদর দপ্তর। টেসলা (কোঃ) এই তথ্য নিশ্চিত করেছে। অস্টিনে এক বৃহৎ কারখানা স্থাপন করছে টেসলা। তবে এখনও কারখানার নির্মাণ কাজ পুরোপুরি শেষ হয়নি। টেসলার সিইও এলন মাস্ক অক্টোবরের শুরুতে বাৎসরিক মিটিং এ টেসলার সদর দপ্তর সরিয়ে নেওয়ার ঘোষণা দেন। গত বুধবার টেসলা জানিয়েছে, ইতোমধ্যে তারা অস্টিনের সপ্তরে সরে যাচ্ছে। অস্টিনের হ্যারল্ড গ্রিন রোডের কাছে এই গিগাফ্যাক্টরি স্থাপন করেছে টেসলা। এর আগে ক্যালিফোর্নিয়ার পালো আল্টোতে তাদের এই দপ্তর ছিল। টেসলা জানিয়েছে, বিশ্বব্যাপী তাদের ৭১ হাজার কর্মী রয়েছে। এর আগে প্রতিষ্ঠানটি জানায় ক্যালিফোর্নিয়ার পালো আল্টোতে ১০ হাজার কর্মী রয়েছে এবং ফ্রেমন্টে আরও ১০ হাজার কর্মী রয়েছে। তবে ক্যালিফোর্নিয়ার সকল কর্মীকেই নতুন সদর দপ্তরে চলে যেতে হবে কী না, সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। এলএবাংলাটাইমস/ওএম