আইটি

ইনফিনিক্স নোট ১১ প্রো’র বর্ধিত র‌্যাম ফিচারে এলো বাড়তি মাত্রা

মোবাইল কেনার ক্ষেত্রে ক্রেতাদের কাছে র‌্যাম (র‌্যাপিড অ্যাক্সেস মেমোরি) এর ফিচার বেশ গুরুত্ব পেয়ে থাকে। ব্যবহারকারীরা জানেন বাধা-বিঘ্ন ছাড়া স্মার্টফোনে দ্রুত কাজ করতে ডিভাইসে প্রচুর র‌্যাম প্রয়োজন। মোবাইল ফোনে দুই ধরনের মেমোরি থাকে, একটি র‌্যাম এবং অন্যটি রম। যদি আমরা কম্পিউটারের কথা ভাবি তাহলে দেখা যাবে এটির পারফরম্যান্সে মেমোরি ও হার্ড ডিস্ক বেশ প্রভাব রাখে। যেখানে ‘প্রোগ্রাম’ রান করা, তথ্য আদান-প্রদানের কাজ- ইত্যাদি করে থাকে মেমোরি। অপরদিকে হার্ড ডিস্কে ছবি, ভিডিও বা অন্যান্য ফরম্যাটের ফাইল জমা করা যায়। অপরদিকে মোবাইল ফোনের সব প্রোগ্রাম ‘রান’ অর্থ্যাৎ ডিভাইসে প্রোগ্রামের কার্যক্রম সম্পন্ন করে র‌্যাম । তাই স্মার্টফোনের পারফরম্যান্সের ক্ষেত্রে র‌্যামের  ‘রিড ও রাইট’ স্পিড এবং সক্ষমতা বেশ গুরুত্বপূর্ণ। অসংখ্য মোবাইল ব্যবহারকারীরা জানিয়েছেন, স্মার্টফোনে গেমিং এর সময়ে তারা যদি কোনো ‘সোস্যাল অ্যাপ’ এ প্রবেশ করতে চান অথবা কারো মেসেজ এর রিপ্লাই দিতে চেষ্টা করেন, তখন ডিভাইসের পারফরম্যান্সে সমস্যা দেখা দেয়, গেমটি  ‘স্লো’ হয়ে যায় বা নতুন করো লোড করতে হয়। ‘ইনসাফিসিয়েন্ট মেমোরি’ বা ‘অপর্যাপ্ত মেমোরির’ অভাবে এই ‘কিল অ্যাপ’র বিষয়টি ঘটে থাকে। তবে মোবাইল ফোনের  ‘রানিং মেমোরি’ বেশি হলে ব্যবহারকারীরা একইসঙ্গে  অনেকগুলো অ্যাপ ব্যবহার করতে পারেন এবং কোনো রকম ‘ল্যাগ’ বা  ‘বিঘ্ন’ ছাড়াই একটি অ্যাপ থেকে অন্য একটি অ্যাপে ‘মুভ’ করতে পারেন। যেসব গ্রাহক ভারী ভারী অ্যাপ ব্যবহার করেন ও বিশেষ করে গেমারদের জন্য এ বিষয়টি আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। কারণ ডিভাইসের র‌্যাম যত বেশি হবে তাতে তত ‘স্মুথভাবে’ গেমিং অভিজ্ঞতা পাওয়া যাবে। তবে সমস্যা হলো মোবাইলের র‌্যাম বেশি হলে সেইসঙ্গে ডিভাইসের দামও বৃদ্ধি পায়। তাই ক্রেতারা অনেক সময় বাজেট স্বল্পতার কারণে তাদের পছন্দের বেশি র‌্যাম এর ডিভাইসটি কিনতে গিয়ে দ্বিধায় ভোগেন।     ইনফিনিক্সের বর্ধিত র‌্যামের অভাবনীয় অভিজ্ঞতা: র‌্যাম -জনিত সব সমস্যার সমাধানে ইনফিনিক্সের সর্বশেষ স্মার্টফোন ‘নোট ১১ প্রো’তে রয়েছে একেবারেই নতুন ফিচার ‘এক্সটেন্ডেট র‌্যাম টেকনোলজি’। এর ফলে এক ক্লিকেই ডিভাইসের র‌্যাম ৮জিবি থেকে ১১জিবি অর্থ্যাৎ ৩জিবি বেড়ে যায়। ব্যবহারকারীরা যখন নির্দিষ্ট সময়ে অনেক অ্যাপ করতে চান, তখন  ‘ব্যাটারি লাইফ’ এর অবনমন না ঘটিয়েই ডিভাইসের ‘সাময়িক বুস্ট’ প্রয়োজন হয়। বর্ধিত র‌্যাম টেকনোলজি মানেই যখন ডিভাইসের ‘র‌্যাম’ পর্যাপ্ত নয় তখন ধারাবাহিক পারফরম্যান্স নিশ্চিত করতে ‘রম’ই র‌্যাম এর ভূমিকায় কাজ করে থাকে। গ্রাহকরা ‘নোট ১১ প্রো’ এর ‘স্টোরেজ’- ‘মেমফিউশন’ এর নিচে সেটিংস অপশনে গিয়ে সহজেই এই ফিচারটি ব্যবহার করতে পারবেন। বর্ধিত র‌্যাম টেকনোলজির মাধ্যমে ইনফিনিক্সি নোট ১১ প্রো স্মার্টফোনে একইসঙ্গে অ্যাপ ব্যবহারের সংখ্যা ৯ থেকে বাড়িয়ে করা যাবে ২০টি। এই ২০টি অ্যাপের স্টার্ট আপ স্পিড গড়ে ৬০ শতাংশ বাড়িয়ে হবে প্রায় ৩০০এমএস। এছাড়া, নতুন এই ফিচারের ফলে স্মার্টফোনে গেমস আরো দ্রুত লোড করা যায় এবং এক অ্যাপ থেকে অন্য অ্যাপ ব্যবহার এবং গেমিং এ পুনরায় ফিরে আসায় কোনো সমস্যা দেখা দেয় না।