আইটি

আমাদের বাংলা যুক্ত হচ্ছে গুগল সংবাদে

গুগলের সংবাদ সেবায় শিগগিরই যুক্ত হচ্ছে বাংলা ভাষা। বিশ্বের বিভিন্ন অঞ্চলের মানুষকে নিজ নিজ মাতৃভাষায় সংবাদ সেবা দিতে ২০০৬ সালের জানুয়ারি মাসে চালু হয় উদ্যোগটি। এরই ধারাবাহিকতায় গুগল ৪৫টি দেশের ২৮টি ভাষায় গুগল সংবাদ চালু করেছে। এক খবরে এ তথ্য জানিয়েছে অ্যান্ড্রয়েড পুলিশ ডটকম।

এবার বাহাসা ইন্দোনেশিয়া, বুলগেরীয়, লাটভীয়, লিথুয়ানিয়ান, থাই ও বাংলাসহ মোট সাতটি ভাষায় সেবাটি চালু করছে প্রতিষ্ঠানটি। নতুন ভাষাগুলো যুক্ত হওয়ার ২৬ কোটির বেশি মানুষ সেবাটি পাবেন। কম্পিউটারের পাশাপাশি যেকোনো স্মার্ট ডিভাইস এবং অ্যান্ড্রয়েড, আইওএস মোবাইল অ্যাপেও সেবাটি মিলবে।