আইটি

জিমেইলে অপ্রয়োজনীয় ই-মেইল আসা ঠেকাবেন যেভাবে

মনের ভুলে বা কাজের চাপে নিজের জিমেইল অ্যাকাউন্টে আসা অপ্রয়োজনীয় ই-মেইলগুলো মুছে ফেলা আর হয়ে ওঠে না অনেকের। ইনবক্স ভরে যায় অপ্রয়োজনীয় ই-মেইলে। বেশি বেশি ই-মেইল থাকলে দরকারের সময় গুরুত্বপূর্ণ ই-মেইল খুঁজে পেতে বেশ ঝামেলা হয়।

তবে চাইলেই ‘জিমেইল অটোডিটেকশন’ সুবিধা কাজে লাগিয়ে স্বয়ংক্রিয়ভাবে ইনবক্সে অপ্রয়োজনীয় ই-মেইল আসা বন্ধ করা যায়। চাইলে ইনবক্স থেকে পুরোনো ই-মেইলগুলোও মুছে ফেলা যায়।

স্বয়ংক্রিয়ভাবে ইনবক্স খালি করার জন্য প্রথমে জিমেইল অ্যাকাউন্টের সার্চ বারের পাশে থাকা ফিল্টার আইকনে ক্লিক করতে হবে।

এবার ওপরের দিকে থাকা ‘ফ্রম’ অপশনে আপনার কাছে আসা অপ্রয়োজনীয় ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম বা ই-মেইল ঠিকানা লিখতে হবে। এবার ক্রিয়েট ফিল্টারে ক্লিক করে ‘ডিলিট ইট’ বেছে নিলেই এই ব্যক্তি বা প্রতিষ্ঠানের পাঠানো কোনো ই-মেইল আসবে না।

চাইলে ইনবক্সে জমে থাকা পুরোনো ই-মেইলগুলোও মুছে ফেলা সম্ভব। এ জন্য সার্চ বারে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম বা ই-মেইল ঠিকানা লিখে ‘অল’ অপশন নির্বাচন করতে হবে। এবার ট্রাশ বিন বা ডিলিট আইকনে ক্লিক করলেই তাদের কাছ থেকে আসা সব ই-মেইল মুছে যাবে।   এলএবাংলাটাইমস/এলআরটি/আইটি

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]