আইটি

টুইটার বোর্ডে যোগ দিচ্ছেন না ইলন মাস্ক

টুইটারের বোর্ডে যোগ না দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন ইলন মাস্ক। প্রতিষ্ঠানটির চীফ এক্সিকিউটিভ পারাগ আগারওয়াল এই তথ্য জানিয়েছেন। গত সপ্তাহে সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম টুইটারের ৯ দশমিক ২ শতাংশ শেয়ার কিনেছেন তিনি। শনিবার পর্যন্ত টুইটার বোর্ডে তার যোগ দেওয়ার সম্ভাব্য তারিখ ছিল। তবে আগারওয়াল টুইটারে এক বিবৃতিতে জানান, ‘ইলন আজ সকালে আমাদের জানিয়েছে যে তিনি বোর্ডে যোগ দিচ্ছেন না’। তিনি যোগ করেন, ইলন মাস্ক এখনও প্রতিষ্ঠানের বৃহৎ অংশীদারী এবং তার পরামর্শ প্রতিষ্ঠানে গৃহীত হবে। তবে আগারওয়ালের এই বিবৃতিত্র এক ঘণ্টা পরেই ইলন মাস্ক একটি ইমোজি দিয়ে টুইট করেন। তবে কিছুক্ষণ পরেই সেটি মুছে দেওয়া হয়। গত সপ্তাহে ইলন মাস্ক প্রতিষ্ঠানের ব্লু প্রিমিয়াম সাবস্ক্রিপশন সার্ভিস বন্ধ, মূল্য কমানোর পরামর্শ দেন এবং বিজ্ঞাপন ব্যান ও ক্রিপ্টোকারেন্সি গ্রহণ ইত্যাদির পরামর্শ দেন। এলএবাংলাটাইমস/ওএম