আইটি

এনভিডিয়াকে ৫ দশমিক ৫ মিলিয়ন ডলারের জরিমানা করলো এসইসি

সরকারী নিরাপত্তা সংস্থাগুলোকে ৫ দশমিক ৫ মিলিয়ন ডলার জরিমানা দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছে এনভিডিয়া কর্পোরেশন। মূলত, কোম্পানিটি ক্রিপ্টো মাইনিং থেকে নিজেদের আয়ের সঠিক পরিমাণ না জানানোর কারণে এই জরিমানা দিচ্ছে। শুক্রবারে (০৬ মে) ইউএস সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশন জানিয়েছে, ২০১৮ সালের আট্মাসের সময়কালে ক্রিপ্টো মাইনারদের কারণে এনভিডিয়ার গ্রাফিক্স প্রসেসিং ইউনিটের বিক্রি অনেকাংশে বৃদ্ধি পেয়েছিলো। ক্রিপ্টো মাইনিং হল বিতরণ করা লেজারে লেনদেন যাচাই করার বিনিময়ে ক্রিপ্টো পুরস্কার পাওয়ার প্রক্রিয়া। এসইসির প্রধান ক্রিশ্চিনা লিটম্যান বলেন,’ যারা উদীয়মান প্রযুক্তির সাথে জড়িত সুযোগগুলি অনুসরণ করে, তাদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে তাদের প্রকাশগুলি সময়োপযোগী, সম্পূর্ণ এবং সঠিক।‘ এই ব্যাপারে কোম্পানিটি কোন বক্তব্য দেয়নি। সান্তা ক্লারাভিত্তিক কোম্পানিটি কোনপ্রকার প্রতিবাদ ছাড়াই জরিমানা দিতে রাজি হয়েছে। নিউ ইয়র্কে সকাল ১১টা ৪ মিনিটের এনভিডিয়ার শেয়ার ১ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়ে  ১৯০ দশমিক ৭৩ ডলার হয়েছে। এলএবাংলাটাইমস/এমডব্লিউ