আইটি

প্রজেক্ট নিমবাস বাতিলের দাবি গুগল কর্মীদের

ইসরায়েলি সরকার ও মিলিটারি বাহিনীর সাথে গুগল ও অ্যামাজনের  ১ দশমিক ২ বিলিয়ন ডলারের মেগা টেক চুক্তি 'প্রজেক্ট নিমবাসে'র অংশ হয়ে কাজ করতে অস্বীকৃতি জানিয়েছে গুগলের ফিলিস্তিনি, মুসলিম ও ইহুদি কর্মীরা। তবে গুগলের মুখপাত্র শ্যানন নিউবেরি জানিয়েছে, ইসরায়েল সরকার দেশকে ডিজিটাল করতে গুগল ক্লাউডকে বেছে নিয়েছে, এতে আমরা গর্বিত। তিনি আরও জানিয়েছে, ইসরায়েলের অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং পরিবহণ খাতের প্রাত্যাহিক কাগগুলো সম্পন্ন করতে গুগল ক্লাউড ব্যবহার করতে ওই দেশের সরকার। তবে স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ কাজগুলোতে গুগল ক্লাউড ব্যবহার করা হবে না। গুগল ইসরায়েলকে অত্যাধুনিক কৃত্রিম ইন্টিলিজেন্স এবং ম্যাশিন লার্নিং প্রযুক্তি প্রস্তাব করেছে, যা দিয়ে ফিলিস্তিনে ডিজিটাল সারভিলেন্স করা সম্ভব হবে। তবে ইসরায়েলের সরকারিসংস্থা যেমন ইসরায়েলি ডিফেন্স ফোর্স (আইডিএফ) গুগলের এই সেবা নিবে না। ২০২১ সালের মে মাসে প্রজেক্ট নিম্বাস এর ঘোষণা করে গুগল। ২০১৪ সালে ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে বেশ রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে। গ্লোবাল হিউম্যান রাইটস অর্গানাইজেশনের অ্যামিনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচ ইসরায়েলকে বেশ সমালোচনা করে। ইতোমধ্যে এই চুক্তির বিরুদ্ধে গুগলের ৭ হাজার কর্মী এবং বাইরের ২৫ হাজার কর্মী একটি পিটিশন স্বাক্ষর করেন। সেখানে গুগলের চুক্তি বাতিলের দাবি জানান তারা। এলএবাংলাটাইমস/ওএম