আইটি

পাসওয়ার্ড ভুলে যাওয়ার সমস্যা মেটাতে নতুন ফিচার আনছে গুগল

অনলাইন ব্যাংকিং, ওটিটি প্ল্যাটফর্ম, ইমেইল থেকে হাজারো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট প্রতিটি ক্ষেত্রেই সবচেয়ে প্রয়োজন পাসওয়ার্ড। এই চাবিটি ব্যতীত অ্যাকাউন্টের তালা খোলা অসম্ভব। তবে বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য আলাদা আলাদা পাসওয়ার্ড মনে রাখাটাও এক রকম কঠিন কাজ। তবে খুব যত্নে কোথাও রেখে দিলেও অনেক সময় অন্য কেউ জেনে গেলে বিপদ ঘটে যায়। এবার আপনার এ রকমের সমস্যা দূর করতে গুগল নিয়ে আসছে নতুন ফিচার।

এবার পাসওয়ার্ড ছাড়াই গুগল ক্রোম এবং অ্যান্ড্রয়েড ইউজাররা নিশ্চিন্তে বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারবেন। এরকম বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহারের সুবিধা দিতে গুগল নিয়ে এলো একটি নতুন ফিচার পাসকি (pass-key)। এই পাসকি ব্যবহারে আপনার পাসওয়ার্ড মনে রাখার প্রয়োজনীয়তা নেই। এ ছাড়াও টু-ফ্যাক্টর অথেন্টিকেশন থাকায় অ্যাকাউন্টগুলোর নিরপত্তা নিয়েও আর চিন্তা করতে হবে না।

পাসকি কী?

পাসওয়ার্ড ছাড়াই সাইন-ইন করার একটি উপায় হচ্ছে পাসকি। যা ওয়ার্ল্ড ওয়েব কনসোর্টিয়াম (W3C) এবং FIDO এলায়েন্স তৈরি করেছে। এই পাসকির মাধ্যমে ইউজাররা বায়োমেট্রিকের সাহায্যে অথবা পিন নম্বরের সাহায্যে যেকোনো ওয়েবসাইট এবং অ্যাপ ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে অনলাইন পরিষেবা দেওয়া সংস্থাগুলো শুধুমাত্র কি (key) সেভ করে রাখে। আর বাকি ক্রিপটোগ্রাফিক কি (key) গ্রাহকের ডিভাইসে সেভ হয়ে থাকে। লগ ইন করার সময় সেই প্রাইভেট কি'র প্রয়োজন হয়। ইউজাররা নিজেদের ডিভাইসের লক খুললেই বাকি কাজটি হয়ে যাবে।

যেভাবে সেট করবেন পাসকি

এই ফিচারটি আপাতত ডেভেলপাররাই ব্যবহার করতে পারছেন, তবে এ বছরের শেষের দিকেই হয়তো সকলে তা ব্যবহার করতে পারবেন। পাসওয়ার্ড ছাড়াই অ্যান্ড্রয়েড স্মার্টফোন ইউজাররা এই পাসকির মাধ্যমে সমস্ত ওয়েবসাইট ও অ্যাপ ব্যবহারের সুবিধা পাবেন। তবে এ সুবিধা পেতে অবশ্যই তাদের গুগল অ্যাকাউন্ট থাকতে হবে। অর্থাৎ প্রযুক্তির কল্যাণে ভবিষ্যত যে আরও সহজ হতে যাচ্ছে, তা বলা বাহুল্য।   এলএবাংলাটাইমস/এলআরটি/আইটি

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]