প্রায় এক দশক দায়িত্ব পালন করার পর পদ থেকে সরে দাঁড়ালেন ইউটিউবের সিইও সুসান ওজিসিক্কি। এক ব্লগপোস্টে তিনি বলেছেন, সিদ্ধান্ত নিয়েছি জীবনে নতুন অধ্যায় সূচনা করার। এখন মনোযোগ থাকবে আমার পরিবার, স্বাস্থ্য এবং আমার শখের বিষয়ের প্রতি। বিবিসি জানায়, তার স্থানে স্থলাভিষিক্ত হবেন প্রতিষ্ঠানটির চিফ প্রোডাক্ট অফিসার নীল মোহন।
ওজিসিক্কি বলেন, নীলকে তার স্থলাভিষিক্ত হতে সহায়তা করার জন্য অল্প কিছু সময় তিনি ইউটিউবে কাজ করবেন। ব্লগপোস্টে তিনি মোহনের ইউটিউব টিভি চালু করার ব্যাপারে প্রশংসা করেন। সেই সঙ্গে ইউটিউব মিউজিক, প্রিমিয়াম এবং শর্টস চালুরও প্রশংসা করেন। অ্যালফাবেটের চিফ এক্সিকিউটিভ সুন্দর পিচাই’র দাওয়াতে ওজিসিক্কি নিশ্চিত করেন তিনি গুগল এবং অ্যালফাবেটের উপদেষ্টার ভূমিকা পালন করবেন।
উল্লেখ্য, ওজিসিক্কি গুগলের সঙ্গে যুক্ত হন ১৯৯৮ সালে, যখন গুগলের প্রতিষ্ঠাতা সার্গেই ব্রিন এবং ল্যারি পেজ ওজিসিক্কির সিলিকন ভ্যালির বাসার গ্যারেজে গুগলকে দাঁড় করান। এরপর তিনি প্রতিষ্ঠানটির প্রথম মার্কেটিং ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন। তার ২৫ বছরের চাকরির জীবনে তিনি প্রথম বিশ জন কর্মীর একজন ছিলেন।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
এলএবাংলাটাইমস/আইটিএলএস