আইটি

লভ্যাংশ কমায় স্যামসাংয়ের মেমোরি চিপ উৎপাদনে লাগাম

নিজেদের মেমোরি চিপ উৎপাদনে লাগাম টানতে যাচ্ছে দক্ষিণ কোরিয়ান ইলেকট্রনিক জায়ান্ট স্যামসাং। মূলত বৈশ্বিক মন্দায় ধারাবাহিক লভ্যাংশ পতনে এমন সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। স্যামসাংয়ের তথ্য মতে, চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি থেকে মার্চ) কোম্পানিটির মুনাফা সাড়ে ৪৫ কোটি ডলার কমেছে। আগের বছর একই সময়ে তারা এক হাজার ৬৩ কোটি ডলার মুনাফা করে। প্রান্তিক হিসাবে মুনাফা প্রায় ৯৬ শতাংশ কমেছে কোম্পানিটির। কভিডের পর বৈশ্বিক মন্দায় স্মার্ট ডিভাইসের চাহিদা কমেছে। এতে করে চিপ নির্মাণও কমিয়ে দিতে বাধ্য হয়েছে স্যামসাং। স্যামসাংয়ের এক মুখপাত্র বলেন, ডিভাইস বিক্রি কমায় মেমোরি চিপ উৎপাদন না কমিয়ে উপায় নেই। বাস্তবতা মেনেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্লেষকরা বলছেন, স্যামসাংয়ের চিপ উৎপাদন কমানোর ঘোষণাটি আকস্মিক। গত মাসেই কোম্পানিটি দক্ষিণ কোরিয়ায় মেগা সেমিকন্ডাকটর হাব তৈরির লক্ষ্যে ২৩ হাজার কোটি ডলারের বিনিয়োগ পরিকল্পনা ঘোষণা করেছিল। এ পরিকল্পনা থেকে সম্ভবত সরে আসতে যাচ্ছে স্যামসাং। করোনাকালীন ইন্টারনেট ও প্রযুক্তি ডিভাইসের ব্যবহার বাড়াতে দ্রুত বাড়তে থাকে মেমোরি চিপের চাহিদা। চাহিদা বেড়ে যাওয়ায় প্রয়োজনীয় সংখ্যক চিপ উৎপাদনে হিমশিম খেতে থাকে স্যামসাংসহ চিপ নির্মাতা কোম্পানিগুলো। খোলা হয় নতুন চিপ নির্মাণ ইউনিট, নিয়োগ করা হয় নতুন লোকবল। তবে করোনার সংক্রমণ কমার পর স্বাভাবিক দিনযাপন শুরু হলে পড়তে শুরু করে চিপের চাহিদা। স্যামসাংয়ের সর্বশেষ প্রান্তিকের হিসাব সেটিই প্রকাশ করছে। তবে চিপ নির্মাণ কমানোর সিদ্ধান্ত গ্রহণের পরও স্যামসাংয়ের শেয়ারমূল্য বেড়েছে চার শতাংশের বেশি।  
এলএবাংলাটাইমস/আইটিএলএস