আইটি

ইন্টারনেটে নারীর সমান অংশগ্রহণ চায় বিআইজিএফ

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ইন্টারনেটে নারীদের সমান অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইন্টারনেট গভর্ন্যান্স ফোরাম (বিআইজিএফ)। সংস্থাটির নারী সদস্যদের অংশগ্রহণে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় এ আহ্বান জানানো হয়। এতে লিঙ্গ সমতার দৃষ্টিভঙ্গি নিশ্চিত করার জন্য ইন্টারনেট গভর্ন্যান্সবিষয়ক গোপনীয়তা, প্রবেশাধিকার এবং মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে আলোচনা করা হয়। রাজধানীর একটি হোটেলে গত শনিবার আয়োজিত অনুষ্ঠানে বিআইজিএফ মহাসচিব মোহাম্মদ আবদুল হক অনু, বিএনএনআরসির সিইও এএইচএম বজলুর রহমান, গিগাবাইট টেকনোলজিসের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান, নাগরিক টিভির চিফ রিপোর্টার শাহনাজ শারমীন এবং নিউজ টোয়েন্টিফোর টিভির প্রধান বার্তা সম্পাদক শাহনাজ মুন্নী, উইমেন আইজিএফের সভাপতি শামীমা আখতার, মহাসচিব ফারহা মাহমুদ তৃণা প্রমুখ বক্তব্য দেন। ইন্টারনেটকে ব্যবহার করে এসডিজি ৫ অর্জনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে অনুষ্ঠানে বক্তারা বলেন, নারীদের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখতে পারে ইন্টারনেট। এ জন্য ইন্টারনেটনির্ভর সেবায় নারীর অন্তর্ভুক্তি নিশ্চত করতে হবে। পাশাপাশি ইন্টারনেটে নারীর অবাধ পদচারণায় সুরক্ষার ওপরও জোর দেওয়া হয়।



এলএবাংলাটাইমস/আইটিএলএস