আইটি

আইফোনে উইন্ডোজ ৯৫

নতুন আইফোন ৬ প্লাসে উইন্ডোজ ৯৫ অপারেটিং সিস্টেম ইন্সটল করেছেন এক চীনা প্রোগ্রামার। অ্যাপলের অত্যাধুনিক স্মার্টফোনে মাইক্রোসফটের আদিকালের উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইনস্টল করতে ব্যবহার করেছেন ওপেন সোর্স ডিওএস সিমুলেটর অ্যাপ আইডস (আইডিওএস)। ভালোই চলছে সেটি। তবে শত চেষ্টায়ও উইন্ডোজ এক্সপি দেয়া যায়নি তাতে। গেমিং কনসোলের জন্য তৈরি ভিডিও গেম ডেস্কটপে চালাতে গেমাররা সিমুলেটর ব্যবহার করেন প্রায়ই। কিন্তু নতুন স্মার্টফোনে পুরনো ওএস ইন্সটলেশন এক বিস্ময়কর ঘটনা বটে। চীনা ওই প্রোগ্রামার জানিয়েছেন, উইন্ডোজ ৯৫ ছিল ১৬ বিট অপারেটিং সিস্টেম, অন্যদিকে এক্সপি ৩২ বিট। ফলে বিভিন্ন অ্যাপ্লিকেশন, বিশেষ করে 'এক্সিকিউটেবল ফাইল' চালাতে সমস্যা হয়। এ নিয়ে নানা প্রশ্নের জবাব দিতে দিতে রীতিমতো হাঁপিয়ে উঠেছেন তিনি। ইন্টারনেট।