আইটি

মার্সিডিজে ব্যবহৃত হবে চ্যাটজিপিটি

যুক্তরাষ্ট্রে মার্সিডিজ ব্যবহারকারীরা এবার তাদের যানবাহনে চ্যাটজিপিটি যুক্ত করতে চলেছে। ওপেনএআই এর কনভার্শেশনাল এআই এজেন্টটি ব্যবহার করা হবে এমবিইউএক্স সিস্টেমে যুক্ত করা হবে। যেসব মডেলে এই প্রযুক্তি ব্যবহার করা হয় সেগুলোতে ১৬ জুন থেকে পরীক্ষামূলকভাবে চ্যাটজিপিটি যুক্ত করা হয়েছে।
 
যদিও গাড়িতে এই ফিচার যুক্ত করলে কি সুবিধা পাওয়া যাবে তা এখনো নিশ্চিত নয়। তবে মানুষকে গাড়ি চালানোর সময় অবশ্যই রাস্তায় তাকিয়ে থাকতে হয় এবং গাড়ির অ্যাসিস্ট্যান্ট ফিচার দেখতে পাওয়া সুবিধার। আর চ্যাটজিপিটির কাজ মানুষকে তথ্য দেওয়া। সেক্ষেত্রে কতটা কার্যকর হবে তা বোঝা যাচ্ছে না।  কিন্তু এও সত্য, চ্যাটজিপিটির ক্ষমতা এখনো আমাদের কাছে পুরো জানা নেই। এমনকি চ্যাটজিপিটি কোনো চালকের চাহিদা এমনও নয়। এখন দেখার বিষয় পরীক্ষামূলকভাবে চালু হওয়া ফিচার কতটা কার্যকর হবে।  এলএবাংলাটাইমস/এজেড