আইটি

বিএমডব্লিউ ৭৩৫ আই মডেলের গাড়ি উন্মোচন

বিখ্যাত বিএমডব্লিউ গাড়ির দেশি ডিলার মেঘনা এক্সিকিউটিভ হোল্ডিংসের অঙ্গপ্রতিষ্ঠান এক্সিকিউটিভ মটরস বাংলাদেশে নিয়ে এলো বিএমডব্লিউ সেভেন সিরিজের সপ্তম জেনারেশনের ফ্লাগশিপ গাড়ির ‘সেভেন থার্টি ফাইভ আই’ মডেল। রাজধানীর একটি হোটেলে শনিবার আনুষ্ঠানিকভাবে বিএমডব্লিউ সেভেন সিরিজের নতুন প্রযুক্তির গাড়ি উন্মোচন করা হয়। গাড়ির জগতে নতুন অভিজ্ঞতা আনতে সেভেন থার্টি ফাইভ আই মডেলের গাড়িতে ডিজিটালাইজেশনে গুরুত্ব দিয়ে ‘সর্বাধুনিক প্রযুক্তির’ সমন্বয় আনা হয়। যা প্রিমিয়াম লাউঞ্জের মত অভিজ্ঞতা দেবে। গাড়ির ফ্রন্ট ডিজাইনে গতানুগতিক ব্র্যান্ড থেকে ভিন্ন। বিএমডব্লিউ কার্ভড ডিসপ্লেসহ মাল্টি সেন্সরি বৈশিষ্ট্য আনতে আই ড্রাইভের মতো প্রযুক্তিগুলো বিএমডব্লিউ গ্রুপের উদ্ভাবনী সক্ষমতার স্বাক্ষর।  সুপ্রশস্থ সম্মুখভাগ, টুইন হেডলাইট এবং বিএমডব্লিউ কিডনি গ্রিলের নতুন সংস্করণে বিএমডব্লিউর আধুনিক ডিজাইন প্রকাশ পেয়েছে। স্ট্যান্ডার্ড বিএমডব্লিউ ক্রিস্টাল হেডলাইট এবং কিডনি গ্রিলের আইকনিক গ্লো গাড়ির ফ্রন্টএন্ডে দিয়েছে প্রিমিয়াম লুক। সেভেন থার্টি ফাইভ আই মডেলের গাড়িতে ম্যাট্রিক্স এবং সিলেক্টিভ বিম নন-ড্যাজলিং হাই বিম অ্যাসিস্ট্যান্টসহ এলইডি হেডলাইটে স্ট্যান্ডার্ড মান নিশ্চিত করে। ডিজিটাল স্ক্রিন গ্রুপিং স্টিয়ারিং হুইলের পেছনে ১২ দশমিক ৩ ইঞ্চি ডিসপ্লে এবং ১৪ দশমিক ৯ ইঞ্চি স্ক্রিন ডায়াগোনালসহ কন্ট্রোল ডিসপ্লে নিয়ে গঠিত। সেন্টার কনসোলে স্টিয়ারিং হুইল এবং গিয়ার সিলেক্টরেও আছে নতুনত্ব। বিএমডব্লিউ ইন্টারঅ্যাকশন বার নব্য ঘারানার অপারেশন ও ডিজাইনে আত্মপ্রকাশ করেছে। ব্যাকলাইটিং এবং ইন্সট্রুমেন্ট প্যানেলের পুরো প্রস্থ জুড়ে ও দরজার প্যানেল অবধি বিস্তৃত। গাড়িতে ৪৮ ভোল্ট মাইল্ড হাইব্রিড প্রযুক্তির সঙ্গে সমন্বিত পেট্রোল ইঞ্জিনের বিকল্প শক্তি আছে। আলোচিত মডেলে ইন-লাইন সিক্স-সিলিন্ডার ইঞ্জিনসহ ২৮৬এইচপি পাওয়ার আউটপুট সুবিধা মিলবে। থাকছে নতুন মাল্টি-সেন্সর অভিজ্ঞতা। গাড়ির নিয়ন্ত্রণ, নেভিগেশন, ইনফোটেইনমেন্ট এবং যোগাযোগ ফাংশন গাড়ি চালনায় যোগ করবে নতুন মাত্রা।


এলএবাংলাটাইমস/আইটিএলএস