আইটি

জাকারবার্গ-মাস্কের মল্লযুদ্ধ লাইভ সম্প্রচারে দেখবে বিশ্ববাসী

ব্যবসায়িক প্রতিযোগিতার পর এবার বিশ্বের শীর্ষ দুই ধনকুবেরের মল্লযুদ্ধ দেখতে যাচ্ছে বিশ্ব। এরই মধ্যে তারিখও ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে ওই লড়াই এক্সে (টুইটার) লাইভ সম্প্রচার করা হবে। প্রযুক্তি প্রতিষ্ঠান মেটার সিইও মার্ক জাকারবার্গ ও এক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্কের মধ্যে এই মল্লযুদ্ধ হবে। তাদের লড়াইয়ের ঘোষণায় বিশ্বের কোটি কোটি মানুষের মধ্যে এখন এ নিয়ে চলছে তুমুল আলোচনা। খবর- বিবিসি ও রয়টার্সের। এরই মধ্যে জাকারবার্গ বলেছেন, মাস্কের সঙ্গে প্রস্তাবিত মল্লযুদ্ধের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ২৬ আগস্ট লড়াই আয়োজনের জন্য তিনি প্রস্তাব দিয়েছেন। ইলন মাস্ক দাবি করেন, তিনি এ জন্য সারাদিন প্রশিক্ষণ নিচ্ছেন। জবাবে জাকারবার্গ জানান, তিনিও প্রস্তুত। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে এই আয়োজন হতে পারে। রোববার এক্সে এক পোস্টে মাস্ক বলেন, সরাসরি সম্প্রচার থেকে প্রাপ্ত আয় দাতব্য প্রতিষ্ঠানে দেওয়া হবে। মাস্কের বয়স ৫১ আর জাকারবার্গের ৩৯ বছর। জাপানি মার্শাল আর্ট জিউজিৎসুতে পারদর্শী জাকারবার্গ। তার সঙ্গেই মল্লযুদ্ধে নামার প্রথম আগ্রহ প্রকাশ করেন ইলন মাস্ক। কেজ ফাইট দু’জন খেলোয়াড়ের মধ্যে একটি তারের বেড়ার মধ্যে নির্দিষ্ট সময় পর্যন্ত অনুষ্ঠিত হয়।



এলএবাংলাটাইমস/আইটিএলএস